স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ মার্চ : জাতীয় স্বাস্থ্য মিশনের অন্তর্গত জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির অঙ্গ হিসাবে সোমবার প্রজ্ঞাভবনে রাজ্যস্তরীয় অভিযোজন কর্মশালা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন স্টেট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের সম্পাদক ডাক্তার কমল রিয়াং , স্বাস্থ্য দপ্তরের স্টেট প্রোগ্রাম অফিসার ডাক্তার সুপ্রিয় মল্লিক সহ অন্যান্যরা।
সারা দেশ ব্যাপী তামাক জাতীয় দ্রব্য সেবন বন্ধ করার উপর অভিযান চালানো হচ্ছে। এই তামাক জাতীয় দ্রব্য সেবনের ফলে নানান ধরনের রোগ হতে পারে। এই ক্ষেত্রে সার্ভেতে উঠে এসেছে তামাক জাতিয় দ্রব্য সেবনের ক্ষেত্রে ত্রিপুরা প্রথম দশের মধ্যে রয়েছে। তামাক জাতীয় দ্রব্য সেবন থেকে ক্যান্সারে আক্রান্তের সংখ্যা রাজ্যে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। হাপানির একমাত্র কারন ধুমপান। এই ক্ষেত্রে সচেতনতাই একমাত্র পথ। সচেতন না হলে মারনব্যাধীতে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়বে। তাই ধরনের উদ্যোগ বলে জানান স্টেট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ডাক্তার কমল রিয়াং।