Saturday, February 8, 2025
বাড়িখেলা২০২৪ পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান পদে থাকবেন জয় শাহ

২০২৪ পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান পদে থাকবেন জয় শাহ


কলম্বো, ১৯ মার্চ (হি.স.) : শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত এশিয়ান কাউন্সিলের এজিএমে সর্বসম্মতিক্রমে জয় শাহের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ২০২৪ পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান পদে থাকবেন জয় শাহ।

গত বছরের জানুয়ারিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছিলেন বিসিসিআই-এর সচিব জয় শাহ। তিনি এসিসি-র সভাপতি পদে পৌঁছানো সর্বকনিষ্ঠ প্রশাসক হয়েছিলেন।শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত এশিয়ান কাউন্সিলের এজিএমে সর্বসম্মতিক্রমে জয় শাহের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাহের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব করেছিলেন শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) সভাপতি সাম্মি সিলভা। তার সেই সিদ্ধান্তকে সকল সদস্যরা সমর্থন করেন। এর ফলে ২০২৪ পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান পদে থাকবেন জয় শাহ।

বিসিসিআই সচিব জয় শাহ ২০২১ সালের জানুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানের কাছ থেকে এসিসির দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হওয়া এসিসির সর্বকনিষ্ঠ প্রশাসক। এশিয়া কাপের মত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করা হয় এসিসির অধীনে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য