Sunday, April 20, 2025
বাড়িখেলা‘ম্যাচ জিততে গোল করতে হবে’, এমবাপেদের মনে করিয়ে দিলেন কোচ

‘ম্যাচ জিততে গোল করতে হবে’, এমবাপেদের মনে করিয়ে দিলেন কোচ

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১ জুলাই: চলতি ইউরো চ্যাম্পিয়নশিপের তিনটিসহ সবশেষ চার ম্যাচে ওপেন প্লে থেকে কোনো গোল করতে পারেনি ফ্রান্স। টুর্নামেন্ট শুরুর আগে কানাডার বিপক্ষে প্রীতি ম্যাচে তারা করে গোলশূন্য ড্র।এরপর ইউরোর প্রথম ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে আত্মঘাতী গোলে তারা পায় জয়। কিলিয়ান এমবাপেকে ছাড়া খেলতে নেমে নেদারল্যান্ডসের রক্ষণ ভাঙতে পারেনি ২০১৮ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।সবশেষ পোল্যান্ডের বিপক্ষে দলে ফিরে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন এমবাপে। গ্রুপ পর্বের খেলা হওয়ায় ড্র করেও দুই ম্যাচ থেকে ১টি করে পয়েন্ট পায় ফ্রান্স। কিন্তু শেষ ষোলো থেকে বদলে যাবে সব। ড্র করলে ম্যাচ গড়াতে পারে ট্রাইব্রেকারেও।নিজেদের ভাগ্য অত দূর পর্যন্ত নিতে চান না দেশম। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে মূল ম্যাচেই গোলের তাগিদ দিলেন ফ্রান্স কোচ।

“এখন আর গ্রুপ পর্বের ম্যাচ নেই। এখন প্রতিযোগিতার ভেতরে নতুন প্রতিযোগিতা। আরও দক্ষ হতে হবে। ম্যাচ জিততে গোল করতে হবে। এটি শুধু (মাউসের ওপর) আঙুল নাড়িয়ে হবে না। কারসর (গোলের কাছাকাছি) নিতে হবে।”ইউরোর গতবারের আসরে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে খেলতে নেমে শেষ ষোলোতেই থেমেছিল ফ্রান্সের যাত্রা। সেবার তাদেরকে ট্রাইব্রেকারে হারিয়ে দিয়েছিল সুইজারল্যান্ড। সেই দুঃখ মনে রেখে এবার টাইব্রেকারের আগেই ম্যাচ নিজেদের করার লক্ষ্য দেশমের।”সেটি (সুইজারল্যান্ডের কাছে হার) খুবই বেদনাদায়ক ছিল। আমরা সব কিছু করতে প্রস্তুত, যেন তেমনটা আর না হয়। আমরা কোয়ার্টার-ফাইনালে চোখ রাখছি।””এর চেয়ে বড় কথা, ৯০ মিনিটের মধ্যেই অনেক নকআউট ম্যাচ জেতার সাফল্য আমাদের আছে। আমরা নিশ্চিতভাবেই পেনাল্টি অনুশীলন করছি। তবে ম্যাচ এত দূর গড়াক, চাই না।সোমবার রাত ১০টায় শুরু হবে ফ্রান্স-বেলজিয়াম ম্যাচ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য