স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৬ জুন: বুধবার সকালে ১-০ গোলে চিলিকে হারিয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করার পর দুই স্ট্রাইকার লাউতারো মার্তিনেস ও হুলিয়ান আলভারেসকে একই সঙ্গে একাদশে রাখা নিয়ে মজাও করলেন স্কালোনি। বললেন, ৮৮তম মিনিটে লাউতারো মার্তিনেসের করা গোলে খুশি তারা তিনজন।“আজ লাউতারো গোল করেছে এবং আমরা খুব খুশি। সবচেয়ে খুশি সে নিজে, এরপর হুলিয়ান (আলভারেস)। আর তৃতীয়ত আমি। কল্পনা করুন ব্যাপারটা।”“দলে সব সময়ই ভারসাম্য প্রয়োজন। প্রতি ম্যাচের জন্য যাকে আমার মানানসই মনে হবে তাকে বেছে নেব। আজ হুলিয়ান খেলেছে, কিন্তু মাঠে আমাদের ১১ জন ছিল। আমাদের খেলার পরিকল্পনায় ভারসাম্য রাখতে হবে।”
বিশেষ পরিস্থিতিতে ভারসাম্য ‘নষ্ট’ করার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিলেন না আর্জেন্টিনা কোচ। “কখনও কখনও কোনো কারণে ভারসাম্যে ব্যঘাত ঘটতেই পারে। তবে সাধারণত আমি একটা ভালো কাঠামো নিয়ে খেলতে পছন্দ করি। আমরা টুর্নামেন্ট জুড়েই (প্রতিপক্ষের উপর নির্ভর করে) এভাবে বেছে নেব।”৭৩তম মিনিটে আলভারেসের জায়গায় মাঠে আসেন মার্তিনেস। সেরি আয় সদ্য সমাপ্ত আসরের সর্বোচ্চ গোলদাতা তিনি। জিতেছেন মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার। ইন্টার মিলানের শিরোপা জয়ে রেখেছেন বড় ভূমিকা।
তবু জাতীয় দলে শুরুর একাদশে সুযোগ না পাওয়া নিয়ে কোনো আক্ষেপ নেই তার। শেষ দিকে ব্যবধান গড়ে দিতে পারাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।“আজ সবকিছু খুব আঁটসাঁট ছিল। কখনও কখনও তারা পাঁচ জনের ডিফেন্স লাইন নিয়ে খেলছিল। আমরা খুশি, দিন শেষে তিন পয়েন্ট পেয়েছি। যেটা আমরা সবচেয়ে বেশি চেয়েছিলাম।”“আমি ঠিক জায়গায় ছিলাম আর সুযোগ কাজেও লাগাতে পেরেছিলাম। ম্যাচ কঠিন ছিল, তবে আমরা জিততে সক্ষম হয়েছি।”টানা ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চূড়ায় আছে আর্জেন্টিনা। আগামী রোববার ফ্লোরিডায় পেরুর মুখোমুখি হবে তারা।