Sunday, September 8, 2024
বাড়িখেলাযুক্তরাষ্ট্রের চমক দেখে উইলিয়ামসন বললেন, ‘এটাই ক্রিকেটের সৌন্দর্য’

যুক্তরাষ্ট্রের চমক দেখে উইলিয়ামসন বললেন, ‘এটাই ক্রিকেটের সৌন্দর্য’

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৭ জুন: ডালাসে বৃহস্পতিবার রোমাঞ্চ-উত্তেজনা ছড়ানো ম্যাচে সুপার ওভারের রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানকে হারায় যুক্তরাষ্ট্র। মূল ম্যাচে পাকিস্তান করে ৭ উইকেটে ১৫৯ রান। ৩ উইকেট হারিয়ে স্বাগতিকরাও থামে সমান রানে।এরপর সুপার ওভারে ১৮ রান করে পাকিস্তানকে ১৩ রানে থামায় যুক্তরাষ্ট্র। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমবার খেলতে নেমে উপহার দেয় ঐতিহাসিক এক জয়। চলতি বিশ্বকাপে প্রথম অঘটনের জন্ম তাদের হাত ধরেই।ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের চলমান এই টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা বাড়িয়ে ১৬ থেকে ২০ করেছে আইসিসি। পাকিস্তান-যুক্তরাষ্ট্র ম্যাচের পর কিছুটা প্রশংসা পাচ্ছে তারাও। টুর্নামেন্টে দল সংখ্যা বাড়ানোয় সহযোগী দেশগুলোর এমন পারফরম্যান্স দেখা যাচ্ছে বলে মনে করছেন উইলিয়ামসন। গায়ানা থেকে ভিডিও কলে সাংবাদিকদের তিনি বলেছেন, সম্প্রসারিত টুর্নামেন্ট ক্রিকেটের উন্নতির পথে দারুণ এক পদক্ষেপ।

“এই ধরনের টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা দলগুলোকে কেবল উপকৃতই করবে। টুর্নামেন্টের সময় যেকোনো কিছু ঘটতে পারে, আর এটাই খেলাটির সৌন্দর্য। তবে এটা ক্রিকেটের উন্নতির জন্য দারুণ কিছু।”পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ম্যাচটি গায়ানায় বসে দেখেছেন উইলিয়ামসন। তার মতে, এসব টুর্নামেন্টে সব দলের দারুণ সম্ভাবনা থাকে ভালো করার।“দুর্দান্ত একটা ক্রিকেট ম্যাচ ছিল। টেস্ট খেলুড়ে দেশগুলোর বিপক্ষে খেলার অভিজ্ঞতা থাকুক বা না থাকুক, এসব টুর্নামেন্টে সব দলেই প্রতিভাবান খেলোয়াড় থাকে। ওই দিন আপনি কেমন খেলেন (ফল) তার ওপর নির্ভর করে।”গায়ানায় শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নিউ জিল্যান্ড।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য