Wednesday, February 12, 2025
বাড়িখেলাআইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বর অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা

আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বর অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা

দুবাই, ৯ মার্চ (হি.স.) : মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট জয়ের নায়ক রবীন্দ্র জাদেজার পারফরম্যান্স তাঁকে এক নম্বরে পৌঁছে দিয়েছে। আইসিসি পুরুষদের টেস্ট খেলোয়াড় র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এলেন তিনি।

অপরাজিত ১৭৫ রানের পাশাপাশি বল হাতে নয় উইকেট শিকার অলরাউন্ড অবদান তার জন্য যথেষ্ট ছিল। জাডেজার পয়েন্ট ৪০৬। তালিকায় দু’ধাপ উঠেছেন তিনি। প্রথম তিনে রয়েছেন জাডেজার জুটি রবিচন্দ্রন অশ্বিন। ৩৪৭ পয়েন্ট তাঁর। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬১ রান করার পরে বল হাতে ৬ উইকেট নিয়েছেন অশ্বিন।অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। চারে বাংলাদেশের শাকিব আল হাসান। পাঁচে ইংল্যান্ডের বেন স্টোকস। বাকি পাঁচ স্থানে রয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, নিউজিল্যান্ডের কাইল জেমিসন ও কলিন ডি গ্র্যান্ডহোম, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও ইংল্যান্ডের ক্রিস ওকস।

ব্যাটারদের তালিকায় উত্থান হয়েছে বিরাট কোহলীর। দু’ধাপ উঠে পঞ্চম স্থানে তিনি। এক ধাপ উঠে প্রথম দশে ঢুকেছেন উইকেটরক্ষক ঋষভ পন্থ। কোহলীর নীচেই রয়েছেন ভারতের টেস্ট দলের নতুন অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটারদের তালিকার শীর্ষে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের জো রুট ও তিনে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। কোহলীর ঠিক আগেই রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য