ঢাকা, ৯ মার্চ (হি.স.) : বাংলাদেশের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে বিশ্রাম দেওয়া হল অলরাউন্ডার সাকিব আল হাসানকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার ঘোষণা করেছে, অলরাউন্ডার সাকিব আল হাসানকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিশ্রাম দেওয়া হয়েছে।
দক্ষিণ আফ্রিকা সফরে খেলা হবে ১২ মার্চ থেকে ৮এপ্রিল পর্যন্ত। আপাতত বিসিবি সাকিবের বদলির নাম ঘোষণা করেনি ।
এর আগে, অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নেওয়া এবং দক্ষিণ আফ্রিকা সফর না করার ইচ্ছা প্রকাশ করার পরে বিসিবি সভাপতি নাজমুল হাসান সাকিবকে নিন্দা করেছিলেন। হাসান আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি সাকিবের প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন তুলেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন যে তিনি মেগা নিলামে বাছাই করা হলে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে একইরকম বিরতি পেতেন কিনা। তবে শাকিবের মতে, দীর্ঘ খেলার ফলে শাকিব শারীরিক ভাবে ক্লান্ত বলে এই সাময়িক বিশ্রাম নিতে আগ্রহ প্রকাশ করেন বোর্ডের কাছে।