Tuesday, December 3, 2024
বাড়িখেলাহাসপাতাল থেকে ছাড়া পেলেন তেভেস

হাসপাতাল থেকে ছাড়া পেলেন তেভেস

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৫ এপ্রিল: বুকে ব্যথা নিয়ে মঙ্গলবার সান ইসিদ্রোর ত্রিনিদাদ হাসপাতালে ভর্তি হন তেভেস। আতলেতিকো ইন্দিপেন্দেদিয়েন্তে ক্লাব বুধবার সামাজিক মাধ্যমে জানায়, মেডিকেল পরীক্ষার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪০ বছর বয়সী সাবেক ফুটবলার। বৃহস্পতিবার থেকেই তিনি অনুশীলনের যোগ দেবেন বলে আশা করছে ক্লাব। তেভেস এখন এই ক্লাবেরই কোচের দায়িত্ব পালন করছেন।হাসপাতালে ভর্তি হওয়ার পরই অবশ্য প্রাথমিক পরীক্ষার পর জানানো হয়েছিল, তেমন কোনো সমস্যা তার হয়নি এবং অবস্থা সন্তোষজনক। মূলত সতর্কতা হিসেবে এ দিন হাসপাতালে রেখে দেওয়া হয় তাকে। আর্জেন্টিনার হয়ে ৭৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তেভেস। ক্লাব ক্যারিয়ারে খেলেছেন বোকা জুনিয়র্স, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও ইউভেন্তুসের হয়ে। ইউনাইটেডের হয়ে দুবার ও সিটির হয়ে একবার প্রিমিয়ার লিগ জয়ের স্বাদ পেয়েছেন তিনি। ইউভেন্তুসের হয়ে সিরি আ জিতেছেন দুবার। ২০২১ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর কোচিংয়ে নাম লেখান তিনি। ২০২২ সালে রোসারিও সেন্ত্রালের কোচ হিসেবে তিনি শুরু করেন নতুন এই অধ্যায়। গত অগাস্টে দায়িত্ব নেন ইন্দিপেন্দেদিয়েন্তের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য