Monday, February 10, 2025
বাড়িখেলাশততম টেস্টের বিশেষ টুপি পেলেন কোহলি, দ্রাবিড় বললেন এই সম্মান তাঁর প্রাপ্য

শততম টেস্টের বিশেষ টুপি পেলেন কোহলি, দ্রাবিড় বললেন এই সম্মান তাঁর প্রাপ্য



মোহালি, ৪ মার্চ (হি.স.): মোহালির টেস্ট বিরাট কোহলির জীবনে অন্যতম মাইলফলক। শততম টেস্ট খেলতে নেমে টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়ের হাত থেকে বিশেষ টুপি উপহার পেলেন কোহলি। সেই মুহূর্তে কোহলির পাশে ছিলেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। গ্যালারিতে ছিলেন বিরাটের দাদা বিকাশ কোহলীও। বিরাটের হাতে স্মারক তুলে দেওয়ার দ্রাবিড় বলেন, “এই সম্মান তাঁর প্রাপ্য, এটা সে অর্জন করে নিয়েছে। আমরা সাজঘরে যেমন বলি, এটাকে দ্বিগুণ করো।”

ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার দ্রাবিড়। তাঁর হাত থেকে এই সম্মান পেয়ে খুশি বিরাটও। টুপি হাতে নিয়ে বিরাট বলেন, “ধন্যবাদ রাহুল ভাই, আমার জন্য এটা একটা খুব বিশেষ মুহূর্ত। আমার স্ত্রী রয়েছে এখানে। আমার ভাই রয়েছে গ্যালারিতে। এই পথ চলাটা দলগত। তোমাদের ছাড়া সেটা সম্ভব হত না। বিসিসিআই-কে ধন্যবাদ। এই সম্মান এর থেকে ভাল কারও হাত থেকে পাওয়া সম্ভব ছিল না। আমার ছোটবেলার হিরো।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য