Friday, February 14, 2025
বাড়িখেলাদুই মহিলা ফুটবলারকে হেনস্তার অভিযোগ উঠল ফেডারেশন কর্তার বিরুদ্ধে।

দুই মহিলা ফুটবলারকে হেনস্তার অভিযোগ উঠল ফেডারেশন কর্তার বিরুদ্ধে।

স্যন্দন ডিজিটেল ডেস্ক,  ৩০ মার্চ :   :  দুই মহিলা ফুটবলারকে হেনস্তার অভিযোগ উঠল ফেডারেশন কর্তার বিরুদ্ধে। অভিযোগকারিণীদের দাবি, মদ্যপ অবস্থায় তাঁদের ঘরে ঢুকে হেনস্তা করেছেন ওই এআইএফএফ কর্তা। ফেডারেশনে জানানোর পর অভিযোগ তুলে নিতেও অভিযোগকারিণীদের চাপ দেওয়া হচ্ছে বলে খবর।

হেনস্তার অভিযোগ উঠেছে দীপক শর্মার বিরুদ্ধে। হিমাচল প্রদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ছাড়াও ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির সদস্য তিনি। খাদ এফসি নামে একটি ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন। সেই দলের দুই মহিলা ফুটবলার হেনস্তার অভিযোগ এনেছেন। তাঁদের দাবি, খেলার জন্য গোয়ায় গিয়েছিল গোটা দল। সেই সময়ই হেনস্তা করেছেন ফেডারেশন কর্তা।

পলক ভার্মা নামে অভিযোগকারিণী জানান, রাত এগারোটা নাগাদ দীপক তাঁদের ডেকে পাঠান। নিজের ঘরে মদ্যপ অবস্থায় ছিলেন তিনি। ঘরে ডেকে দুই মহিলা ফুটবলারকে বকাবকি করেন। কাঁদতে কাঁদতে ঘরে ফিরে আসেন পলক ও তাঁর সতীর্থ। সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে আসেন দীপকও। ঘরে এসে পলককে শারীরিক নির্যাতন করেন তিনি। তবে পলকের সতীর্থ বাধা দেওয়ায় ঘর থেকে চলে যেতে বাধ্য হন দীপক। বৃহস্পতিবার এই ঘটনার পরে শুক্রবারই ফেডারেশনে অভিযোগ জানান দুই মহিলা ফুটবলার। অভিযোগ পেয়ে শুরু হয় তদন্ত। দীপককে নির্দেশ দেওয়া হয়, মহিলা ফুটবলারদের কোনও ক্ষতি করবেন না বলে চিঠি দিতে হবে। 

কিন্তু তদন্ত শুরু হতেই দুই অভিযোগকারিণীকে কার্যত হুমকি দেন দীপকের স্ত্রী নন্দিতা। খাদ এফসির ম্যানেজার তিনি। দীপকের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ প্রত্যাহার করে নিতে বলেন। রীতিমতো চাপ দেওয়া হয় দুই ফুটবলারকে। লাগাতার হুমকিতে ভীত হয়ে পড়েছেন অভিযোগকারিণী পলক। তবে দীপকের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করেননি তাঁরা। আপাতত হেনস্তার অভিযোগে গোয়ার থানায় ডেকে পাঠানো হয়েছে দীপককে। যদিও ফেডারেশনের তরফে এখনও গোটা বিষয় নিয়ে কিছুই বলা হয়নি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য