Sunday, September 8, 2024
বাড়িবিনোদনফিল্মফেয়ার বাংলায় সেরা প্রসেনজিৎ !

ফিল্মফেয়ার বাংলায় সেরা প্রসেনজিৎ !

স্যন্দন ডিজিটেল ডেস্ক,  ৩০ মার্চ :   :  শুক্রবার রাতে কলকাতার এক পাঁচতারা হোটেলে হয়ে গেল ফিল্মফেয়ার বাংলা পুরস্কার। এই ঝলমলে অনুষ্ঠানে হাজির ছিল প্রায় গোটা টলিউড। ফিল্মফেয়ারের রঙিন মঞ্চে ম্যাজিক ছড়ালেন কোয়েল মল্লিক, শ্রাবন্তী, নীল-তৃণার মতো টলি সেলেবরা। তা কারা হলেন এবারের ফিল্মফেয়ারে সেরা।

এবাবের ফিল্মফেয়ারে পরিচালক অতনু ঘোষের শেষপাতা, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অর্ধাঙ্গিনী’, এবং ইন্দ্রনীল রায়চৌধুরীর মায়ার জঞ্জাল-এর জয়জয়কার। মোট ৮ টি বিভাগে সেরার পুরস্কার পেল ‘শেষপাতা’। ‘মায়ার জঞ্জাল’ পেল ৭ টি বিভাগে। অন্যদিকে, ‘অর্ধাঙ্গিনী’ পেল মোট ৬ টি পুরস্কার। 

সেরা অভিনেতা : প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (শেষপাতা)
সেরা অভিনেতা (ক্রিটিক) : মিঠুন চক্রবর্তী (কাবুলিওয়ালা)
সেরা অভিনেত্রী : চূর্ণী গঙ্গোপাধ্যায় (অর্ধাঙ্গিনী)
সেরা অভিনেত্রী (ক্রিটিক) : স্বস্তিকা মুখোপাধ্যায় (শিবপুর)
সেরা সহ অভিনেত্রী : জয়া আহসান (অর্ধাঙ্গিনী)
সেরা সহ অভিনেতা : অম্বরীশ ভট্টাচার্য (অর্ধাঙ্গিনী) ও কৌশিক গঙ্গোপাধ্যায় (আরও এক পৃথিবী)
সেরা পরিচালক : অতনু ঘোষ (শেষ পাতা)
সেরা ছবি : অর্ধাঙ্গিনী (কৌশিক গঙ্গোপাধ্যায়)

সেরা ছবি (ক্রিটিক) : মায়ার জঞ্জাল (ইন্দ্রনীল রায়চৌধুরী)
সেরা নবাগত পরিচালক : সুমন্ত্র রায় (ঘাসজমি)
সেরা নবাগত অভিনেতা : সোহেল মণ্ডল (মায়ার জঞ্জাল)
সেরা নবাগতা অভিনেত্রী : তাসনিয়া ফারিণ (আরও এক পৃথিবী)
লাইফটাইম অ্যাচিভমেন্ট: প্রভাত রায়
সেরা সংলাপ: অতনু ঘোষ, (শেষ পাতা)
সেরা অরিজিন্যাল স্ক্রিপ্ট: ইন্দ্রনীল রায়চৌধুরী, সৌগত সিনহা (মায়ার জঞ্জাল)
সেরা মৌলিক গল্প: অতনু রায়, (শেষপাতা)
সেরা সিনেমাটোগ্রাফি: ইন্দ্রনীল মুখোপাধ্যায়, (মায়ার জঞ্জাল)
সেরা গায়িকা- ইমন চক্রবর্তী (আলাদা আলাদা, অর্ধাঙ্গিনী) ও অবর্ণা রায় (মলয় বাতাসে, নীহারিকা)
সেরা গায়ক- অরিজিৎ সিং (ভাবো যদি, কাবুলিওয়ালা)
সেরা গীতিকার- অনুপম রায় (আলাদা আলাদা,অর্ধাঙ্গিনী)

সেরা মিউজিক অ্যালবাম- অনুপম রায় (দশম অবতার)
সেরা ব্র্যাকগ্রাউন্ড স্কোর- দেবজ্যোতি মিশ্র (শেষ পাতা)

বলিউডের মাঠে হইচই ফেলার পর বেশ কয়েক বছর ধরে টলিউডেও জনপ্রিয়তা অর্জন করেছে ফিল্মফেয়ার পুরস্কার। বিনোদন জগতের সঙ্গে যুক্ত শিল্পীদের স্বীকৃতি দিতে ফিল্মফেয়ার পুরস্কার কিন্তু বরাবরই এগিয়ে আসে। প্রতিবারের মতো এবারও কলকাতার এক পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হল ফিল্মফেয়ার বাংলা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য