ক্রীড়া প্রতিনিধি ।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে প্রগতি প্লে সেন্টার। ৮১ রানের বড় ব্যবধানে কর্নেল চৌমুহনী ক্রিকেট কোচিং সেন্টারকে হারিয়ে। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব-১৫ ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে প্রগতি প্রথম জয় পেলো। কর্নেল চৌমুহনীর এটি টানা দ্বিতীয় হার। টসে জিতে প্রগতি প্রথমে ব্যাট করতে নেমে সীমিত ৪৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬২ রান করে। অর্পণ ভট্টাচার্য ৬৩ ও সোমরাজ দে ৫৮ রান করে। কর্নেল চৌমুহনীর উদীত্ত ৭১ রানে ৪ উইকেট তুলে নেয়। জবাবে কর্নেল চোমুহনি ৪১.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করতে সক্ষম হয়। অমিত সরকার সর্বাধিক ৪৩ রান পায়।
প্রগতির রতন মালাকার ২৮ রানে তিনটি উইকেট পেয়েছে। সোমরাজ দে ম্যাচের সেরা হয়। এদিকে, জয় দিয়ে অভিযান শুরু করেছে মডার্ন ক্রিকেট একাডেমি। হারিয়েছে শক্তিশালী প্রতিপক্ষ ক্রিকেট অনুরাগীকে। তিন উইকেটের ব্যবধানে। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে টসে জিতে অনুরাগী ব্যাট করতে নেমে ৪১.৪ ওভারে ৯ উইকেটে ১৪৫ রান তোলে। অয়ন রায় ৩৭ এবং সৌরদীপ দেববর্মা ২৫ রান করে। মর্ডানের রুদ্র সেনগুপ্ত ২১ রানে তিনটি এবং নন্দ দুলাল রায় দুটি উইকেট পেয়েছে। জবাবে মডার্ন ৩৫.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায়। জিৎ দত্ত ৬০ বল-এ সর্বাধিক ৪৯ রান পায়। বোলিংয়ে অনুরাগীর সৌরদীপ দেববর্মা ২৫ রানে তিনটি উইকেট পায়। অলরাউন্ড পারফরম্যান্সে অনুরাগীর সৌরদীপ ম্যাচের সেরার পুরস্কার পায়। অপরদিকে জয়ের ধারা অব্যাহত চাম্পামুড়া কোচিং সেন্টারের। নিজেদের দ্বিতীয় ম্যাচে চাম্পামুড়া ৯ উইকেটের বড় ব্যবধানে বাধারঘাট কোচিং সেন্টারকে হারায়। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে টসে জিতে বাধারঘাট ব্যাট হাতে নেমে ৩৩.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান তুলতে সক্ষম হয়। সুরজ ঋষিদাস সর্বাধিক ১৩ রান পায়। চাম্পামুড়া অর্কজিৎ সাহা ১৯ রানে চারটি, রাহুল দেবনাথ ১২ রানে তিনটি এবং সৌরদীপ দেবনাথ ৫ রানে ২টি উইকেট তুলে নেয়। জবাবে চাম্পামুড়া মাত্র ৩৯ বল খেলে ১ উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। অর্কজিৎ সাহা ৩১ ও অধী দেবনাথ ১৬ রানে অপরাজিত রয়ে যায়। ম্যাচের সেরা হয় চাম্পামুড়া কোচিং অর্কজিৎ।