স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৮ মার্চ : নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ ব্যবধানে হারিয়ে এফএ কাপের সেমিফাইনালে পৌঁছে গেল ম্যাঞ্চেস্টার সিটি। শনিবারের জয়ের ফলে প্রথম দল হিসাবে টানা ছ’বার এফএ কাপের সেমিফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করল সিটি।
এই মরসুমে এর আগে তিন বার নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হয়েছিলেন আর্লিং হালান্ডেরা। কোনও বারই সহজে জিততে পারেনি তারা। এফএ কাপের কোয়ার্টার ফাইনালে অবশ্য দাপট রেখে জিতলেন হালান্ডেরা। এ দিন সিটির দু’টি গোলই এসেছে বের্নার্দো সিলভার পা থেকে। প্রথমার্ধেই হয়েছে দু’টি গোল। ১৩ মিনিটে রদ্রির বাড়ানো বল বক্সে পেয়ে শট নেন সিলভা। নিউক্যাসলের গোলরক্ষক চেষ্টা করেও আটকাতে পারেননি। কারণ বল তাঁর কাছে পৌঁছনোর আগে ডেনিয়েল বার্নের মাথায় লেগে গতিমুখ কিছুটা পরিবর্তন করে। ম্যাঞ্চেস্টার সিটির দ্বিতীয় গোলটি এসেছে ম্যাচের ৩১ মিনিটে। এ বারও সিলভার শট সেন বটম্যানের গায়ে লেগে দিক পরিবর্তন করে গোলে ঢুকে যায়।
২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধেও আক্রমণের তীব্রতা কমাননি ম্যাঞ্চেস্টার সিটির ফুটবলারেরা। হালান্ড, ফিল ফডেনরা গোল করার একাধিক সহজ সুযোগ হাতছাড়া করেন। না হলে আরও বড় ব্যবধানে জিততে পারত পেপ গুয়ার্দিওলার দল। এফএ কাপের অন্য কোয়ার্টার ফাইনালে উল্ভসকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় কভেন্ট্রি সিটি।