Wednesday, January 22, 2025
বাড়িখেলালাল-কালো জার্সিতে দেখা যেতে পারে জোফ্রা আর্চার

লাল-কালো জার্সিতে দেখা যেতে পারে জোফ্রা আর্চার

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৮ মার্চ : আরসিবির হয়ে আইপিএল খেলতে নামছেন জোফ্রা আর্চার? আইপিএল শুরুর সপ্তাহখানেক আগেই ইংরেজ তারকার পোস্টে তুমুল জল্পনা। আইপিএলের নিলামে কোনও দল পাননি ইংরেজ পেসার। সেই জন্যই আরও বেশি করে উসকে গিয়েছে নতুন জল্পনা।

দিন কয়েক আগেই কর্নাটকে বোলিং করতে দেখা যায় আর্চারকে । তাঁর কাউন্টি দল সাসেক্স এদেশে ১০ দিনের প্রি সিজনে এসেছে। কিন্তু প্রস্তুতি ম্যাচে কর্নাটক দলে পরিবর্ত হিসেবে খেলেন ইংল্যান্ডের তারকা পেসার। কর্নাটক দলে অনূর্ধ্ব ১৯, অনূর্ধ্ব ২৩ ক্রিকেটারদের ভিড়। সেই দলের হয়েই নিজের কাউন্টি ক্লাব সাসেক্সের বিরুদ্ধে নামেন আর্চার। দুদিনের প্রস্তুতি ম্যাচে প্রথম দিন বল করেননি আর্চার। দ্বিতীয় দিন বল করেন তিনি। সাসেক্সের দুই সতীর্থকে আউট করেন ইংল্যান্ডের এই তারকা পেসার। প্রায় এক বছর ক্রিকেট থেকে দূরে থাকার পরে কর্নাটকের হয়েই তাঁর আগুনে কামব্যাক।


আইপিএলেও গত দুই বছর দেখা যায়নি জোফ্রাকে। মুম্বইয়ের দলে থাকলেও চোটের কারণে ২০২২ সালের আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন। পরের মরশুমে মাত্র ৪টি ম্যাচ খেলে আবারও চোটের সমস্যায় সরে দাঁড়াতে হয় তাঁকে। এবার নিলামের আগে তাঁকে ছেড়ে দেয় মুম্বই। কোনও দলই তাঁকে কেনেনি। ফলে আইপিএলে জোফ্রাকে দেখা যাবে না বলেই ধরে নিয়েছিল ক্রিকেটমহল। তবে আইপিএলের ঠিক আগেই দুরন্ত বোলিং করে সকলের নজর কেড়ে নিয়েছেন ইংরেজ তারকা পেসার।

এহেন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, জোফ্রা কি আইপিএলে খেলতে পারেন? সেই জল্পনা উসকে দিয়েছেন ইংরেজ তারকা নিজেই। রবিবার ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন। বেঙ্গালুরুর আরসিবি বার অ্যান্ড ক্যাফেতে গিয়েছিলেন তিনি। সেই ছবিই ইনস্টাগ্রামে দেন। তার পর থেকেই আরসিবি ভক্তদের আশা, হয়তো লাল-কালো জার্সিতে দেখা যেতে পারে জোফ্রাকে। প্রসঙ্গত, আগামী ২২ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাইয়ের মুখোমুখি হবে আরসিবি। সেখানে কি জোফ্রা খেলবেন? চর্চা তুঙ্গে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য