Monday, February 17, 2025
বাড়িখেলাঋষভের মারা প্রতিটি ছক্কায় পেট ভরবে পাঁচটি দুঃস্থ শিশুর।

ঋষভের মারা প্রতিটি ছক্কায় পেট ভরবে পাঁচটি দুঃস্থ শিশুর।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৪ মার্চ : প্রতীক্ষার অবসান। চোট এবং অন্ধকার সময় কাটিয়ে আবার বাইশ গজের যুদ্ধে ফিরতে চলেছেন ঋষভ পন্থ । বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ফিট সার্টিফিকেট পেয়ে দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিয়েছেন দলের অধিনায়ক। শুরু করে দিয়েছেন অনুশীলন। নেটে ঝড় তুলছেন টিম ইন্ডিয়ার তারকা উইকেটকিপার। এহেন ঋষভের এক ভক্ত আইপিএলের আগে দারুণ উদ্যোগ নিলেন। আসন্ন ক্রোড়পতি লিগে ঋষভের মারা প্রতিটি ছক্কায় পেট ভরবে পাঁচটি দুঃস্থ শিশুর।

X হ্যান্ডেলে ঋষভের এক ফলোয়ার লিখেছেন, “ঋষভ পন্থ আপনাকে স্বাগত জানাই। সমস্ত প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্য নয়, যেদিন আমি সেই ঘটনার কথা শুনেছিলাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি শুধু তাঁকে সুস্থ করে দেওয়ার জন্য। আমি ঠিক করেছিলাম যখনই তিনি ফিরে আসবেন, আমি তাঁর জন্য বিশেষ সেলিব্রেশন করব।” 

এখানেই থেমে না থেকে তিনি আরও লিখেছেন, “১০০টি খাবারের প্যাকেট অসহায় মানুষের মধ্যে বিতরণ করেছি। এখানেই শেষ নয়, এই আইপিএলে তিনি যত ছয় মারবেন, আমি পাঁচজন ব্যক্তিকে খাবার খাওয়াব। আমার জীবদ্দশায় আমি কখনও ভাবিনি যে আমি কারও সঙ্গে এতটা আবেগগতভাবে যুক্ত হব। ঈশ্বরের কাছে কৃতজ্ঞ এবং চির কৃতজ্ঞ।”

দিল্লি ক্যাপিটালসের সতীর্থদের সঙ্গে মাঠে ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে ঋষভকে। নেটে ব্যাটিং অনুশীলনও শুরু করে দিয়েছেন তিনি। সুস্থ-সবল ভাবে ঋষভ মাঠে ফেরার জন্য তাঁর এক ভক্ত একাধিক দুঃস্থ ব্যক্তি ও বাচ্চাদের মুখে খাবার তুলে দিয়েছেন। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। যেখানে দেখা গিয়েছে বেশ কয়েকজন বাচ্চার হাতে খাবারের প্যাকেট তুলে দিচ্ছে ঋষভ পন্থের ভক্ত। ওয়েলকাম ব্যাক ঋষভ পন্থ লেখা একটি ব্যানারও নজরে পড়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য