Saturday, July 27, 2024
বাড়িখেলাম্যান সিটির সঙ্গে ব্যবধান ‘বেশি বড়’ দেখেন না ইউনাইটেড কোচ

ম্যান সিটির সঙ্গে ব্যবধান ‘বেশি বড়’ দেখেন না ইউনাইটেড কোচ

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৪ মার্চ: একসময়ের প্রবল প্রতাপশালী ম্যানচেস্টার ইউনাইটেড, যারা খুব একটা পাত্তা দিত না ম্যানচেস্টার সিটিকে, তাদেরকে এখন বলা যায় অতীতের কঙ্কাল। গত ১০ মৌসুমে লিগে ট্রফির দেখা নেই তাদের, এই সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ৬টি শিরোপা জিতেছে সিটি। অন্যান্য শিরোপার তো ইয়ত্তাই নেই। এবারও সিটির চেয়ে অনেক অনেক পেছনে ইউনাইটেড।ম্যানচেস্টার ডার্বিতেও রোববার হয়েছে সেই অনুমিত ফলাফলই। শুরুতে ইউনাইটেড এগিয়ে গেলেও সিটি শেষ পর্যন্ত ম্যাচ জিতে নিয়েছে ৩-১ ব্যবধানে।এই ম্যাচ শেষে ২৭ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে লিভারপুলের চেয়ে এক পয়েন্ট পেছনে থেকে দুইয়ে সিটি। ২৭ ম্যাচেই স্রেফ ৪৪ পয়েন্ট নিয়ে ইউনাইটেড আছে ছয়ে।

তবে পয়েন্ট টেবিল বা মুখোমুখি লড়াইয়ের ফলাফল যেটিই বলুক, টেন হাগ বলছেন উল্টো কথা। ইউনাইটেড কোচের মতে, চোটাঘাতই আপাতত পিছিয়ে রেখেছে তার দলকে।‘না, আমার তা মনে হয় না (দুই দলের ব্যবধান অনেক বেশি), অবশ্যই নয়…।”“আজকেই দেখেছেন, অনেকের চোট নিয়ে আমরা জর্জরিত। তারপরও ভালো সুযোগ ছিল আমাদের। ব্যবধান তাই খুবই কম এবং একটা সময় আমরা দ্বিতীয় গোল করতে পারতাম, যেটা নিয়ে বিতর্ক করা যায়।”এই মুহূর্তে সিটিকে সেরা মানতে আপত্তি নেই টেন হাগের। তবে ইউনাইটেড কোচের বিশ্বাস, সবাইকে ফিট পেলে তার দলও খুব পিছিয়ে নেই।“এটা মোটেও বড় ব্যবধান নয় এবং যখন সবাইকে আমরা ফিরে পাব, অবশ্যই আমরা তখন আরও লড়িয়ে হয়ে উঠব। কাপ ফাইনালেও আমরা এটি দেখিয়েছিলাম, যখন তুমুল লড়াই হয়েছিল।”“তবে সিটি এই মুহূর্তে বিশ্বের সেরা দল, এটা ভুলে যাবেন না। তার পরও এই দলের বিপক্ষে জয়ের বা অন্তত একটি পয়েন্ট আদায় করার খুব কাছাকাছি ছিলাম আমরা।”

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য