Friday, January 17, 2025
বাড়িখেলাইন্টার মায়ামিই সুয়ারেসের শেষ ক্লাব

ইন্টার মায়ামিই সুয়ারেসের শেষ ক্লাব

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৬ ফেব্রুয়ারি: গ্রেমিও ছাড়ার পর গত ডিসেম্বরে এক বছরের চুক্তিতে মায়ামিতে যোগ দেন সুয়ারেস। ৩৭ বছর বয়সী এই তারকা যুক্তরাষ্ট্রের ক্লাবে পেয়েছেন লিওনেল মেসি, সের্হিও বুসকেতস ও জর্দি আলবাকে। যারা এক সময়ে বার্সেলোনায় ছিলেন তার সতীর্থ। তাদের সঙ্গে পাঁচ বছরে স্পেনের শীর্ষ লিগ লা লিগায় জিতেছিলেন চার শিরোপা।মেসি, বুসকেতসের সঙ্গে খেলার জন্যই মায়ামিতে এসেছেন সুয়ারেস। উরুগুয়ের রেডিও স্টেশন দেল সোলকে একসাক্ষাৎকারে জানিয়েছেন, ক্লাব ক্যারিয়ারের ইতি টানতে চান এখানেই।“ইন্টার মায়ামিই হবে আমার শেষ ক্লাব। আমার পরিবার এরই মধ্যে এটা জানে। এখনও তারিখ ঠিক করিনি, তবে এটাই আমার শেষ ধাপ।“আমার শেষ চ্যালেঞ্জের জন্য আমি তৈরি। তবে অনিবার্য ক্লান্তি তো আছে, দিন শেষে ভবিষ্যতে আমি মানসম্মত একটি জীবন চাই।”আয়াক্স, লিভারপুল, আতলেতিকো মাদ্রিদেও খেলা সুয়ারেস ২০০৭ থেকে উরুগুয়ের হয়ে খেলেছেন ১৩৮ ম্যাচ।আগামী বুধবার রিয়াল সল্ট লেক ম্যাচ দিয়ে শুরু হবে মায়ামির মেজর লিগ সকারের নতুন আসর।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য