স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ ফেব্রুয়ারি : উদয়পুরের সেন্ট্রাল রোড স্থিত স্বর্ণকমল জুয়েলার্স থেকে স্বর্ণের চেইন চুরির ঘটনার কিনারা করতে সক্ষম হল আরকে পুর থানার পুলিশ। আর কে পুর থানার ওসি জানান বৃহস্পতিবার বিকালে আরকে পুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
অভিযোগ পত্রে উল্লেখ করা হয় উদয়পুর সেন্ট্রালরোডস্থিত এক জুয়েলারি দোকান থেকে একটি স্বর্ণের চেইন চুরি হয়েছে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত চোরকে শনাক্ত করতে সক্ষম হয়। যথারীতি বৃহস্পতিবার গভীর রাতে কাঁকড়াবন থানার অন্তর্গত আমতলি এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত চোরকে। ধৃত চোরের নাম রশিদ মিয়া। তার কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া স্বর্ণের চেইনটি। উদ্ধার হওয়া স্বর্ণের চেইনের ওজন ৭ দশমিক ৮ গ্রাম। শুক্রবার ধৃত রশিদ মিয়াকে আদালতে সোপর্দ করে পুলিশ।