Saturday, July 27, 2024
বাড়িখেলাস্টার্কের ২৫ কোটি প্রসঙ্গে গাভাস্কার বললেন, ‘এত টাকার উপযুক্ত নয় কেউই’

স্টার্কের ২৫ কোটি প্রসঙ্গে গাভাস্কার বললেন, ‘এত টাকার উপযুক্ত নয় কেউই’

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১২ ফেব্রুয়ারি: এবারের আইপিএলের নিলামে পারিশ্রমিকের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় নিয়ে যান স্টার্ক। রেকর্ডের শুরুটা যদিও তার স্বদেশী প্যাট কামিন্সকে নিয়ে। ২০ কোটি ৫০ লাখ রুপিতে অস্ট্রেলিয়ান অধিনায়ককে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। ঘণ্টাখানেক পরই সেই রেকর্ড ভেঙে তোলপাড় ফেলে দেন স্টার্ক। দীর্ঘ বিরতির পর আইপিএলে ফিরতে যাওয়া পেসারকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যায় দলগুলির। শেষ পর্যন্ত ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে নিজেদের করে পায় কলকাতা নাইট রাইডার্স। তাদের সেই পারিশ্রমিক নিয়ে আলোচনার ঝড় ওঠে তখন। এখনও সেই চমকের হাওয়া বয়েই চলেছে। স্টার স্পোর্টসে আলোচনায় গাভাস্কারের কণ্ঠেও সেই বিস্ময়ের সুর। “খোলাখুলি যদি বলি, (এই পারিশ্রমিক) অতি বাড়াবাড়ি। আমার মনে হয়, এই পরিমাণ অর্থের উপযুক্ত নয় কেউই। স্টার্ক যদি কোনো প্রভাব রাখতে পারে এবং ১৪ ম্যাচের মধ্যে যদি ৪টি জেতাতে পারে, তাহলে কিছুটা বলা যায় যে, এই টাকা কাজে লেগেছে। আর যদি অন্য ম্যাচগুলিতে অবদান রাখতে পারে, তাহলে তো পুরোপুরিই দারুণ হবে।” 

গত বছর দশেক ধরেই বিশ্বের সেরা ফাস্ট বোলারদের একজন হলেও স্টার্ক আইপিএল খেলেছেন স্রেফ দুই মৌসুমে। ২০১৪ আসরে ১৪ ম্যাচ খেলে তার উইকেট ছিল ১৪টি, ২০১৫ আসরে ১৩ ম্যাচ ২০টি। পরে ২০১৮ আইপিএলে তার ফেরার ইচ্ছা ছিল। সেবারও নিলামে বেশ আলোচনার জন্ম দিয়ে ৯ কোটি ৪০ লাখ রুপি পারিশ্রমিকে দল পান তিনি। কিন্তু চোটের কারণে সেবার খেলতে পারেননি এই ফাস্ট বোলার। পরে আর তিনি নিলামেই নাম দেননি। পরিবারের সঙ্গে সময় কাটাতে, জাতীয় দলের জন্য নিজেকে তরতাজা রাখতে, কখনও প্রস্তুতি নেওয়ার জন্য আইপিএলের ডাক উপেক্ষা করেছেন তিনি। এবার ফিরছেন হইচই ফেলে দিয়ে। তবে আকাশছোঁয়া এই পারিশ্রমিকের সঙ্গে যে পাহাড় সমান চাপও তার সঙ্গী হবে, এটিও মনে করিয়ে দিলেন গাভস্কার। “১৪ ম্যাচের অন্তত ৪টিতে ম্যাচ জেতানো স্পেল তাকে করতেই হবে এবং গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে করতে হবে। যেমন মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর, এই দলগুলির বিপক্ষে। কারণ এই তিন দলের ব্যাটিং লাইন আপ শীর্ষ মানের। এই দলগুলিকে সে গুঁড়িয়ে দিতে পারলে তখন বলা যাবে, এই টাকাটা কাজে লেগেছে।” এবারের আইপিএল শুরু হবে আগামী মাসের শেষ দিকে। তবে শুরুর তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য