স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ অক্টোবর : সোমবার বিকালে সোনামুড়া মহকুমা প্রশাসন ও মহকুমা খাদ্য দপ্তর যৌথ ভাবে সোনামুড়া নতুন বাজারে অভিযান চালায়। এইদিন একাধিক রেস্টুরেন্ট ও মুদীর দোকানে অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার হয় ৫ টি ডোমেস্টিক সিলিন্ডার ও প্রচুর মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী ও ভোজ্য তেলের প্যাকেট।
এইদিনের অভিযানের নেতৃত্বে ছিলেন সোনামুড়ার অতিরিক্ত মহকুমা শাসক রুপন দাস। বেআইনি ভাবে সরকারি জায়গা দখল করে ব্যবসা করে আসা কয়েকজন দোকানদারকে এইদিন উচ্ছেদ করা হয়। অভিযানে অতিরিক্ত মহকুমা শাসকের সাথে ছিলেন ডিসিএম প্রবীর সাহা, ফুড ইন্সপেক্টর সুনন্দা চৌধুরী, ফুড সেফটি অফিসার রাহুল সাহা, লিগ্যাল মেট্রোলজি অফিসার বিকাশ দেববর্মা সহ সোনামুড়া থানার পুলিশ।
সোনামুড়া মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক জানান দীর্ঘ দিন ধরে অভিযোগ ছিল বেশকিছু দোকানে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রয় করা হয়। তাই এইদিন অভিযান চালানো হয়েছে। আগামিদিনেও এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানান তিনি।