Saturday, January 18, 2025
বাড়িখেলালিভারপুলের সমর্থকদের ‘শান্ত’ থাকতে বললেন ক্লপ

লিভারপুলের সমর্থকদের ‘শান্ত’ থাকতে বললেন ক্লপ

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩১ জানুয়ারি: গত শুক্রবার সবাইকে অবাক করে দিয়ে ক্লপ জানান, চলতি মৌসুম শেষে লিভারপুলের প্রধান কোচের পদ ছাড়বেন তিনি। একই সঙ্গে জানান, গত নভেম্বরেই এই সিদ্ধান্তের কথা তিনি ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দেন।দলটির অধিনায়ক ভার্জিল ফন ডাইক বলেছেন, ক্লপ চলে যাওয়ার পর অ্যানফিল্ডে থাকবেন কি-না, তা নিয়ে দ্বিধায় আছেন তিনি। লিভারপুলের সঙ্গে ৩২ বছর বয়সী এই ডাচ ডিফেন্ডারের চুক্তির মেয়াদ আছে ২০২৫ সালের গ্রীষ্ম পর্যন্ত।তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ ও ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের চুক্তিও ২০২৫ সালের গ্রীষ্মে শেষ হওয়ার কথা রয়েছে।চেলসির বিপক্ষে বুধবারের প্রিমিয়ার লিগের ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে ক্লপ বলেন, সবকিছুর জন্য এখনও অনেক সময় আছে।”আমার চলে যাওয়ার কথা ক্লাব আগে থেকেই জানত। তারা সময়কে কাজে লাগাতে এবং খেলোয়াড়দের (নতুন চুক্তিতে) বেঁধে রাখতে পারত। তারপর আমি বললাম, ‘আমি আর এখানে থাকছি না’ এবং খেলোয়াড়রা বলল, ‘কেউ তো আমাদেরকে তা জানায়নি’। এভাবে আপনি কাজ করতে পারেন না, বিশেষ করে আমাদের মধ্যে যেমন সম্পর্ক আছে সেই হিসেবে।”“সবকিছু করার জন্য এখনও যথেষ্ট সময় আছে। ছেলেরা এই ক্লাবকে ভালোবাসে। এমন নয় যে তাদের এক পা বাইরে চলে গেছে।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য