স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৭ জানুয়ারি: সাফল্যে মোড়ানো ১৪টি বছর কাটিয়ে গত গ্রীষ্মে সান্তিয়াগো বের্নাবেউ ছেড়ে সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন আল ইত্তিহাদে যোগ দেন বেনজেমা।মরুদেশে নতুন চ্যালেঞ্জে গিয়ে এখনও ঠিকঠাক থিতু হতে পারেননি বেনজেমা। কিছুদিন ধরে শোনা যাচ্ছে, ফরাসি ফরোয়ার্ড ফিরতে চান ইউরোপের ফুটবলের চেনা আঙিনায়।এর ভিত্তিতেই গণমাধ্যমে খবর আসে, সাবেক শিষ্যকে ফেরাতে চান রেয়াল কোচ। কিন্তু শুক্রবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে নিয়ে ওঠা প্রশ্নে আনচেলত্তি এক বাক্যে উড়িয়ে দিলেন সব গুঞ্জন।“এটা একটা মিথ্যা। ক্লাব কর্তৃপক্ষের সাথে আমরা এ বিষয়ে কথাই বলিনি।”ক্রিস্তিয়ানো রোনালদো সৌদি আরবের দল আল নাস্রে যোগ দেওয়ার পর নেইমার, বেনজেমা, জর্ডান হেন্ডারসনসহ আরও অনেকে মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমান।ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুল ছেড়ে আল-ইত্তিফাকে যোগ দেওয়া হেন্ডারসন অবশ্য ছয় মাসও টিকতে পারেননি সৌদি আরবে। কদিন আগে তিনি যোগ দেন নেদারল্যান্ডসের ঐতিহ্যবাহী ক্লাব আয়াক্স আমর্স্টারডামে।সৌদি আরবের আবহাওয়া, সংস্কৃতিসহ নানা কারণে ইউরোপ থেকে যাওয়া ফুটবলারদের অনেকে সেখানে ঠিকঠাক মানিয়ে নিতে পারছেন না, অনেকে ভালো নেই বলে সম্প্রতি অনেক খবরই চাউর হচ্ছে। সেই ধারাবাহিকতায় গুঞ্জন বেনজেমাকে নিয়েও।