ক্রীড়া প্রতিনিধি ।। দিল্লিগামী রঞ্জি ক্রিকেটারদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানালেন রাজ্য ক্রিকেট সংস্থার সচিব তিমির চন্দ। দিল্লির বিমানেই এদিন কলকাতা গেলেন টি সি এ সচিব। ওই বিমানেই ছিলেন কে ভি পবনের নেতৃত্বাধীন রাজ্য রঞ্জি দলের ক্রিকেটাররা। বিমানবন্দরে দীর্ঘক্ষণ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন সচিব।
বারবার ক্রিকেটারদের উদ্দেশ্যে টিসিএ সচিব শ্রীচন্দ বলেন,”ত্রিপুরার সম্মান তোমাদের হাতে। দেশের রাজধানীতে নিজেদের সেরা খেলাটা তুলে ধরো। যাতে বিপক্ষ দল মাথা নত করতে বাধ্য হয়”। তিনি ত্রিপুরা দলের সাফল্য কামনার পাশাপাশি প্রতিটি ক্রিকেটারকে শুভেচ্ছা জানান। সচিবের সঙ্গে কথা বলে ক্রিকেটারদের আত্মবিশ্বাসও অনেকটা বেড়েছে।