Friday, February 7, 2025
বাড়িখেলাপ্রস্তুতি ম্যাচে সিনিয়র ক্রিকেটারদের বিরুদ্ধে জোড় লড়াই করলো প্রগতির খুদেরা

প্রস্তুতি ম্যাচে সিনিয়র ক্রিকেটারদের বিরুদ্ধে জোড় লড়াই করলো প্রগতির খুদেরা

ক্রীড়া প্রতিনিধি ।। লড়াই হলো জোরদার। বড়দের বিরুদ্ধে। শেষ পর্যন্ত হারলেও খুদে ক্রিকেটাররা নজর কেড়ে নেয়। ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সদর অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেট প্রতিযোগিতা। ওই আসরকে সামনে রেখেই নিজেদের ক্রিকেটারদের দেখে নিতে প্রস্তুতি ম্যাচের আয়োজন করে প্রগতি প্লে সেন্টার। নিপকো মাঠে হয় ম্যাচটি। ওই প্লে সেন্টারের অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটাররা খেলে সেন্টারের সিনিয়র ক্রিকেটারদের বিরুদ্ধে।

 বড়দের সঙ্গে সমান তালে লড়াই করলেও শেষ পর্যন্ত মাত্র ৩ রানের জন্য পরাজিত হতে হয় খুদে ক্রিকেটারদের। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নেন সিনিয়র ক্রিকেটারদের নিয়ে গড়া প্রগতি-‌টু দল। দল নির্ধারিত ওভারে ২৮৫ রান করে। দলের পক্ষে বিজয় বিশ্বাস ৪২ বল খেলে ১০৭ এবং প্রতীক দেববর্মা ৩০ বল খেলে ৬০ রান করে। প্রগতি-‌ওয়ান দলের পক্ষে রতন মালাকার ৩টি এবং প্রিয়াংশু দে ২টি উইকেট পায়। জবাবে খেলতে নেমে অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটারদের নিয়ে গড়া প্রগতি -‌ওয়ান দল ২৮২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে হৃদয় দেবনাথ ৬০, বিক্রম দেবনাথ ৫০, প্রিয়াংশু দে ৩৫, সোমরাজ দে ২৫ এবং অংশুমান নন্দী ২১ রান করে। প্রগতি-‌টু দলের পক্ষে ধৃতিমান নন্দী ২ উইকেট দখল করে। খুদে ক্রিকেটারদের খেলায় খুশি কোচ নয়ন দেববর্মা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য