ক্রীড়া প্রতিনিধি ।। লড়াই হলো জোরদার। বড়দের বিরুদ্ধে। শেষ পর্যন্ত হারলেও খুদে ক্রিকেটাররা নজর কেড়ে নেয়। ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সদর অনূর্ধ্ব-১৫ ক্রিকেট প্রতিযোগিতা। ওই আসরকে সামনে রেখেই নিজেদের ক্রিকেটারদের দেখে নিতে প্রস্তুতি ম্যাচের আয়োজন করে প্রগতি প্লে সেন্টার। নিপকো মাঠে হয় ম্যাচটি। ওই প্লে সেন্টারের অনূর্ধ্ব-১৫ ক্রিকেটাররা খেলে সেন্টারের সিনিয়র ক্রিকেটারদের বিরুদ্ধে।
বড়দের সঙ্গে সমান তালে লড়াই করলেও শেষ পর্যন্ত মাত্র ৩ রানের জন্য পরাজিত হতে হয় খুদে ক্রিকেটারদের। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নেন সিনিয়র ক্রিকেটারদের নিয়ে গড়া প্রগতি-টু দল। দল নির্ধারিত ওভারে ২৮৫ রান করে। দলের পক্ষে বিজয় বিশ্বাস ৪২ বল খেলে ১০৭ এবং প্রতীক দেববর্মা ৩০ বল খেলে ৬০ রান করে। প্রগতি-ওয়ান দলের পক্ষে রতন মালাকার ৩টি এবং প্রিয়াংশু দে ২টি উইকেট পায়। জবাবে খেলতে নেমে অনূর্ধ্ব-১৫ ক্রিকেটারদের নিয়ে গড়া প্রগতি -ওয়ান দল ২৮২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে হৃদয় দেবনাথ ৬০, বিক্রম দেবনাথ ৫০, প্রিয়াংশু দে ৩৫, সোমরাজ দে ২৫ এবং অংশুমান নন্দী ২১ রান করে। প্রগতি-টু দলের পক্ষে ধৃতিমান নন্দী ২ উইকেট দখল করে। খুদে ক্রিকেটারদের খেলায় খুশি কোচ নয়ন দেববর্মা।