Tuesday, December 3, 2024
বাড়িখেলাবেতিস সমতা ফেরানোয় চিন্তায় পড়ে গিয়েছিলেন শাভি

বেতিস সমতা ফেরানোয় চিন্তায় পড়ে গিয়েছিলেন শাভি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২২ জানুয়ারি: লা লিগায় রোববার ছয় গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি ৪-২ ব্যবধানে জেতে বার্সেলোনা। ফেররান তরেসের জোড়া গোলের পর দ্বিতীয়ার্ধে ইসকো দুই গোল শোধ করলে জমে ওঠে ম্যাচ। তবে ৯০তম মিনিটে জোয়াও ফেলিক্স বার্সেলোনাকে ফের এগিয়ে নেওয়ার পর তরেস হ্যাটট্রিক পূর্ণ করলে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালুনিয়ার দলটি।শঙ্কার মেঘ সরিয়ে বেতিসের মাঠে পাওয়া জয়, সুবাদে ৪৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে থাকা- সব মিলিয়ে খুশি শাভি। তবে ম্যাচ শেষের প্রতিক্রিয়া বার্সেলোনা কোচ জানালেন ইসকোর সমতাসূচক গোলের ওই মুহূর্তে শঙ্কার দোলাচলে দুলছিলেন তিনিও।“বেতিসের মাঠে আমরা ওদের উপর ছড়ি ঘুরিয়েছি। নির্দিষ্ট কিছু সময়ে রোনাল্দ আরাউহো ও ইনাকি পেনার মধ্যে বোঝাপাড়ার কমতি ছিল, জানি না, ওই সময়ের আগে কোনো ফাউল হয়েছিল কিনা…।”

“ওই গোলটি চিন্তায় ফেলে দিয়েছিল আমাদের, ম্যাচে সমতা ফিরল, কিন্তু আবারও আধিপত্য করতে শুরু করলাম আমরা। যে মাঠে কেউ জিততে পারে না, সেখানে তরুণ এবং ব্যক্তিত্বপূর্ণ খেলোয়াড়দের নিয়ে নিজেদের ঠিকঠাক মেলে ধরতে পারাটা গুরুত্বপূর্ণ।”শ্বাসরুদ্ধর উত্তেজনার ম্যাচটি বার্সেলোনা সমর্থকরা উপভোগ করেছেন বলে মনে করেন এই স্প্যানিশ কোচ, “এটা নিখুঁত ম্যাচ ছিল না, কিন্তু দারুণ একটা ম্যাচ ছিল।”জয়ের নায়ক তরেসের প্রশংসায় পঞ্চমুখ হলেন শাভি। ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের মানসিক দৃঢ়তা ও প্রত্যয়ে মুগ্ধ তিনি।“তরেসকে আমি ভীষণ গুরুত্ব দেই। পরিস্থিতিটাকে সে নিজের দিকে ঘুরিয়ে নিল। গ্রীষ্মে আলোচনা করেছিলাম আমরা, সে আমাকে বার্তা লিখে পাঠিয়েছিলে যে, বার্সেলোনাতে সফল হওয়ার জন্য সে প্রস্তুত এবং এ বিষয়ে সে পুরোপুরি পরিষ্কার ছিল।”“মানসিকভাবে সে খুবই শক্ত এবং তাকে নিয়ে আমি ভীষণ খুশি, কেননা, সে অনন্যসাধারণ একজন খেলোয়াড়। এটা সে অর্জন করেছে।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য