Friday, October 18, 2024
বাড়িখেলামরিনিয়োকে ছাঁটাই করে দে রস্সিকে দায়িত্ব দিল রোমা

মরিনিয়োকে ছাঁটাই করে দে রস্সিকে দায়িত্ব দিল রোমা

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৭ জানুয়ারি: পর্তুগিজ কোচ মরিনিয়োকে ছাঁটাই করার কয়েক ঘণ্টার মধ্যেই মঙ্গলবার নতুন কোচের নাম ঘোষণা করেছে রোমা।চলতি মৌসুমে ভীষণ বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে রোমা। সেরি আয় সবশেষ পাঁচ রাউন্ডে তাদের প্রাপ্তি কেবল ৪ পয়েন্ট। এর মধ্যে গত তিন ম্যাচে নেই জয়ের দেখা। আবার গত সপ্তাহে নগর প্রতিদ্বন্দ্বী লাৎসিওর বিপক্ষে হেরে ইতালিয়ান কাপের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়ে তারা।সবশেষ রোববার রাতে এসি মিলানের মাঠে দলের ৩-১ গোলে হারের পর মরিনিয়োর সঙ্গে চুক্তি শেষ করার সিদ্ধান্ত নেন রোমার কর্তারা। সোমবার ক্লাবের ওয়েবসাইটে জানানো হয়, দলের ‘ভালোর জন্যই’ পর্তুগিজ কোচকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই বিবৃতিতেই বলা হয়েছিল, দ্রুত সময়ে নতুন কোচ নিয়োগের বিষয়ে জানানো হবে। প্রতিশ্রুতি অনুযায়ী, দ্রুততম সময়েই ৪০ বছর বয়সী দে রস্সিকে বেছে নিল রোমা।২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত এই দায়িত্বে থাকবেন ইতালির সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডার।ক্লাব ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় (২০০১-২০১৯) রোমাতেই খেলেন দে রস্সি। পুরোনো ঠিকানায় এবার নতুন পরিচয়ে ফিরলেন তিনি।তার সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ; চলতি সেরি আয় ২০ ম্যাচ খেলে মাত্র আটটিতে জিততে পেরেছে রোমা। ২৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে আছে নবম স্থানে; শীর্ষে থাকা ইন্টার মিলানের চেয়ে ২২ পয়েন্ট পিছিয়ে।আগামী শনিবার লিগে ১৮তম স্থানে থাকা ভেরোনার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দে রস্সির রোমার নতুন যাত্রা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য