স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৮ জানুয়ারি: ২০১০ সালের পর এই প্রথম কোনো ক্লাবকে কোচিং করাবেন সান্তোস। গত ১৪ বছরে তিনি ছিলেন তিনটি জাতীয় দলের দায়িত্বে। বেসিকতাসের ওয়েবসাইটে রোববার সান্তোসকে কোচ করার ঘোষণা দেওয়া হলেও তার মেয়াদ সম্পর্কে সুনির্দিষ্ট কিছু সেখানে উল্লেখ করা হয়নি। ১৯৮৭ সালে কোচ হিসেবে পেশাদার ক্যারিয়ার শুরু করা সান্তোস প্রায় দুই যুগ ধরে ক্লাব কোচিংয়েই ছিলেন। নিজ দেশ পর্তুগাল ও গ্রিসের বিভিন্ন ক্লাবে কোচিং করার তিনি। ২০১০ সালে গ্রিসের কোচ হয়ে জাতীয় দলের দায়িত্ব প্রথম শুরু করেন। তার কোচিংয়ে ২০১২ ইউরোতে শেষ আটে পৌঁছায় গ্রিস। বিশ্বকাপের প্রথমবারে মতো নকআউট পর্বে পা রাখে তারা ২০১৪ আসরে। ওই বছরই পর্তুগালের কোচ করে আনা হয় তাকে। অতি রক্ষণাত্মক হিসেবে নানা সময়ে তার সমালোচনা হলেও তার কোচিংয়ে ২০১৬ ইউরো জয় করে পর্তুগাল, চ্যাম্পিয়ন হয় ২০১৮-১৯ নেশন্স লিগেও। ২০১৭ কনফেডারেশনস কাপে পর্তুগাল হয় তৃতীয়। ২০১৮ বিশ্বকাপ ও ২০২১ ইউরোতে প্রত্যাশা পূরণ না হলেও তাকে দায়িত্বে রেখে দেওয়া হয়। কিন্তু ২০২২ বিশ্বকাপে ব্যর্থতার পরপরই তিনি সরে দাঁড়ান। গত জানুয়ারির শেষ দিকে তাকে পোল্যান্ডের কোচ করা হয় ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ রেখে। কিন্তু বিশ্বকাপ তো বহুদূর, টিকতে পারেননি তিনি ৮ মাসও। ইউরো বাছাইপর্বে বাজে ফলাফল ও খেলার কৌশল নিয়ে তীব্র সমালোচনার মুখে সেপ্টেম্বরেই তাকে ছাঁটাই করা হয়। এবার তিনি ফিরলেন নতুন দায়িত্বে। এখানেও কঠিন চ্যালেঞ্জ তার অপেক্ষায় তুরস্কের লিগে ১৮ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে এখন ষষ্ঠ স্থানে আছেন বেসিকতাস।