Friday, October 18, 2024
বাড়িখেলাবিরাট-রোহিতদের ভাগ্য এখন পুরোপুরি নির্ভর করছে বোর্ড সচিব জয় শাহর  উপর।

বিরাট-রোহিতদের ভাগ্য এখন পুরোপুরি নির্ভর করছে বোর্ড সচিব জয় শাহর  উপর।

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জানুয়ারি :    দিন চারেক বাদেই আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ। অথচ রবিবার সকাল পর্যন্ত দলই ঘোষণা করতে পারেনি বিসিসিআই । কারণটা নাকি ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলি!

বোর্ড সূত্রের খবর, রোহিত  এবং বিরাট দুজনেই নাকি টি-২০ বিশ্বকাপে দলে ফিরতে আগ্রহী। ইতিমধ্যেই নির্বাচকপ্রধান অজিত আগরকরকে সেটা জানিয়েও দিয়েছেন। সমস্যা হল বিরাট এবং রোহিতদের অনুপস্থিতিতে তরুণরা ভালো পারফর্ম করেছেন। তাঁদের বাদ দিয়ে দুই তারকাকে দলে জায়গা দেওয়া কঠিন। যদি গিল, বিরাট এবং রোহিতকে রেখে প্রথম একাদশ সাজাতে হয়, তাহলে দলের ব্যালেন্সও বিগড়ে যেতে পারে

নির্বাচক প্রধান অজিত আগরকর মনে করছেন, যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি , সূর্যকুমার যাদব এবং হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে ব্যাটিং বিভাগ সাজানো হয়, তাহলে মিডল অর্ডারে কোনও বাঁহাতি থাকছেন না। তাছাড়া একই দলে গিল এবং বিরাট খেললে, মিডল অর্ডারে রানের গতি কমে যেতে পারে। বোর্ড সূত্রের খবর, নির্বাচকরা বিরাট এবং রোহিত দুজনকে একসঙ্গে টি-২০ দলে চাইছেন না। আবার রোহিতকে রেখে বিরাটকে বাদ দেওয়ার সাহসও দেখাতে পারছেন।

কারণ চাপ রয়েছে বাইরে থেকেও। কারণ আইসিসি  কোনওভাবেই চাইবে না বিরাট বা রোহিতের মতো মহাতারকাকে বাইরে রেখে বিশ্বকাপ আয়োজন করতে। এ বছর আবার বিশ্বকাপ আমেরিকায়। সেখানে ক্রিকেটের প্রসারে বড় ভূমিকা নিতে পারেন বিরাট-রোহিতরা। তাছাড়া দুই মহাতারকার কোনও একজন বা দুজন বাদ পড়লে দেশেও ঝড় উঠবে। তাই নির্বাচকরা চাইছেন চূড়ান্ত সিদ্ধান্ত নিক বোর্ড। বলা ভালো, বিরাট-রোহিতদের ভাগ্য এখন পুরোপুরি নির্ভর করছে বোর্ড সচিব জয় শাহর  উপর। তিনি যা সিদ্ধান্ত নেবেন সেই মতোই দল বাছা হবে। সেজন্যই আফগানিস্তান সিরিজের দল ঘোষণাতেও বিলম্ব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য