Friday, September 20, 2024
বাড়িবিশ্ব সংবাদইটালিতে রহস্যময় মৃত্যু ভারতীয় পড়ুয়ার।

ইটালিতে রহস্যময় মৃত্যু ভারতীয় পড়ুয়ার।

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জানুয়ারি :  ইটালিতে রহস্যময় মৃত্যু ভারতীয় পড়ুয়ার। ঝাড়খণ্ডের এক যুবক এমবিএ পড়তে সেদেশে গিয়েছিলেন। ২ জানুয়ারি তাঁর মৃত্যু হলেও মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। প্রয়াত পড়ুয়ার নাম রাম রাউত। তিনি ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূমের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ওই এমবিএ পড়ুয়া একটি ভাড়াবাড়িতে থাকতেন। কিন্তু নতুন বছরে তাঁর অভিভাবকরা তাঁকে ফোন করলেও তিনি সাড়া দেননি। এর পরই সন্দেহ বাড়তে থাকে। পরে বাড়িওয়ালাকে ফোন করলে জানা যায়, একটি অন্য বাড়ির শৌচাগারে তাঁকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে

ছেলের মৃত্যুর খবর পাওয়ার পরে বাড়ির লোক দেহ ভারতে আনতে তৎপর হয়েছেন। ঝাড়খণ্ডের  জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছেন তাঁরা। এবিষয়ে প্রশ্ন করা হলে সংবাদমাধ্যমকে পশ্চিম সিংভূমের ডেপুটি কমিশনার অনন্যা মিত্তাল জানিয়েছেন, রাম রাউতের মৃত্যু সংক্রান্ত তথ্য তিনি পেয়েছেন। এবং ইতিমধ্যেই রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রককে জানিয়েছেন এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে। পরে মিত্তাল আরও বলেন, এই ঘটনার দিকে তিনি নজর রেখেছেন। নিহত যুবকের পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখছেন তাঁরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য