Wednesday, February 12, 2025
বাড়িখেলা‘স্পেশাল’ মেসির পাশে খেলা ‘মিস করেন’ এমবাপে

‘স্পেশাল’ মেসির পাশে খেলা ‘মিস করেন’ এমবাপে

স্যন্দন ডিজিটেল ডেস্ক,‌ ৫ জানুয়ারি: ২০১৭ সালের মাঝামাঝি থেকে পিএসজিতে খেলছেন এমবাপে। বার্সেলোনা ছেড়ে ২০২১ সালের অগাস্টে ফরাসি ক্লাবটিতে যোগ দেন মেসি। প্যারিসে ২০২৩ সালের জুন পর্যন্ত আর্জেন্টাইন তারকার সঙ্গে খেলেন এমবাপে। মেসি এরপর যোগ দেন ইন্টার মায়ামিতে।পিএসজিতে দুজনে একসঙ্গে মাঠে থেকেছেন ৬৭ ম্যাচে। এমবাপের অ্যাসিস্ট থেকে মেসি করেছেন ১৪ গোল। এমবাপের ২০ গোলে অবদান রেখেছেন মেসি। এই সময়ে তারা জিতেছেন দুটি লিগ আঁ ও একটি ফরাসি সুপার কাপ শিরোপা।তুলুজকে হারিয়ে বুধবার টানা দ্বিতীয়বারের মতো ফরাসি সুপার কাপ জেতে পিএসজি। দলের ২-০ ব্যবধানের জয়ে দ্বিতীয় গোলটি করা এমবাপে ম্যাচের পর অ্যামাজন প্রাইমের সঙ্গে আলাপচারিতায় কথা বলেন মেসির সঙ্গে খেলা নিয়ে। “লিও মেসির সঙ্গে খেলা অবশ্যই এমন কিছু, যা আমি অনেক মিস করি। আমার মতো একজন স্ট্রাইকার, যারা জায়গা করে আক্রমণে ওঠে, মেসি থাকলে এই নিশ্চয়তাটুকু থাকে যে সে বল পাবে। বলতে গেলে, তিনিই কেবল এটি পারেন। মেসির সঙ্গে খেলা সত্যিই বিশেষ কিছু ছিল।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য