Monday, February 10, 2025
বাড়িখেলাব্যাগি গ্রিন ফেরত পেয়ে ওয়ার্নার বললেন, ‘বাকি জীবন হৃদয়ে লালন করব’

ব্যাগি গ্রিন ফেরত পেয়ে ওয়ার্নার বললেন, ‘বাকি জীবন হৃদয়ে লালন করব’

স্যন্দন ডিজিটেল ডেস্ক,‌ ৫ জানুয়ারি: ওয়ার্নারের আসল ব্যাগি গ্রিন ক্যাপসহ দুটি ক্যাপ ছিল যে ব্যাকপ্যাকে, সেটি পাওয়া গেছে সিডনিতে অস্ট্রেলিয়ার টিম হোটেলে। তবে সেটি কীভাবে হোটেলে এলো বা কীভাবে ফেরত পাওয়া গেল, তা জানা যায়নি।২০১১ সালে অভিষেক টেস্ট থেকে যে ক্যাপ সঙ্গী, সেটি হাতে নিয়েই শুক্রবার একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেন ওয়ার্নার। ৩৭ বছর বয়সী ওপেনার কৃতজ্ঞতা জানান সংশ্লিষ্ট সবাইকে।“আমি খুবই সন্তুষ্ট ও স্বস্তি পাচ্ছি যে, আমার ব্যাগি ক্যাপ ফিরে পাওয়া গেছে, যা দারুণ খবর। প্রতিটি ক্রিকেটারই জানেন, তার ক্যাপ কতটা স্পেশাল এবং এটি আমি জীবনের বাকি সময় হৃদয়ে লালন করব। এটা খুঁজে পেতে সহায়তা করা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ এবং সত্যিই আমি খুবই কৃতজ্ঞ।”

ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র জানান, ব্যাগের ভেতর যা যা ছিল, সবকিছুসহই তা ফেরত পাওয়া গেছে। তবে বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ গভীরভাবে পর্যবেক্ষণ করেও ব্যাগের গতিবিধি বা কোত্থেকে কোথায় কীভাবে গিয়েছে, তা খুঁজে পাওয়া যায়নি।পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্ট খেলতে মেলবোর্ন থেকে সিডনিতে আসার পথে লাগেজের সঙ্গেই ছিল ওয়ার্নারের ব্যাকপ্যাক। কিন্তু এই ব্যাগটি সিডনিতে আসেনি। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা ওপেনার ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে পাওয়া নতুন একটি ব্যাগি গ্রিন ক্যাপ নিয়ে এই টেস্টের আগে ফটোশুট করেন এবং এই টেস্টে ফিল্ডিংয়ের সময় ব্যবহার করেন।ক্যাপ হারানোর খবর জানিয়ে ভিডিও পোস্ট করে ওয়ার্নার তখন কাতর কণ্ঠে বলেছিলেন, কেউ ব্যাগটি ফেরত দিলে তাকে কোনোরকম বিপদে পড়তে হবে না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য