স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার বিকেলে উত্তর ত্রিপুরার পানিসাগরের আঞ্চলিক শারীর শিক্ষা মহাবিদ্যালয়টি পরিদর্শন করেন ক্রীড়মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আঞ্চলিক শারীর শিক্ষা মহাবিদ্যালয়ে নির্মায়মান অত্যাধুনিক সুইমিং পুল ও বিশ্বমানের সিন্থেটিক অ্যাথলেটিক ট্র্যাক নির্মাণের কাজ পরিদর্শন করেন। মন্ত্রী সেখানে উপস্থিত মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল সহ অন্যান্য আধিকারিকদের সাথে পঠনপাঠন সহ তাদের নানা সমস্যা সম্পর্কে অবগত হন এবং সেগুলো থেকে উত্তোরণের জন্য প্রয়োজনীয় পরামর্শও দেন।
উত্তর পূর্বাঞ্চল পর্ষদের অর্থানুকূল্যে ১৯৭৮ সালের জুলাই মাস থেকে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে এই মহাবিদ্যালয়ের পঠন পাঠন হয়ে আসছে। বর্তমানে এই মহাবিদ্যালয়টি ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনুমোদিত এবং ক্রীড়া দপ্তরের তত্ত্বাবধানে চলছে। উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলির শারীর শিক্ষা প্রশিক্ষণের প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে এই মহাবিদ্যালয়টি কাজ করে চলেছে। বর্তমানে এই মহাবিদ্যালয়ে দুটি কোর্স চালু আছে। একটি ৬০ আসন বিশিষ্ট দশ মাসের বি পি এড কোর্স এবং অপরটি ৩০ আসন বিশিষ্ট ছয় মাসের সি পি এড কোর্স। ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলির ছেলে মেয়েরা এবং রাজ্যের শারীর শিক্ষক ও ক্রীড়ামোদী সকলেই এতে প্রশিক্ষণ নিচ্ছেন। বর্তমানে এই মহাবিদ্যালয়ে ত্রিপুরা সহ উত্তরপূর্বাঞ্চালের অন্যান্য রাজ্যগুলির ৬১ জন ছেলে ও ২৪ জন মেয়ে প্রশিক্ষণরত রয়েছেন।
পরিদর্শনকালে মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন পানিসাগর কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস, ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা পাইমং মগ।