Saturday, February 15, 2025
বাড়িখেলাআমি ভালো আছি', সামাজিক মাধ্যমে জানালেন করোনা আক্রান্ত শিখর ধাওয়ান

আমি ভালো আছি’, সামাজিক মাধ্যমে জানালেন করোনা আক্রান্ত শিখর ধাওয়ান


নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.): আপনাদের শুভেচ্ছার জন্য সকলকে ধন্যবাদ জানাই। আমি ভালো আছি । আইসোলেশন থেকে সামাজিক মাধ্যমে এমটাই লিখলেন করোনা আক্রান্ত শিখর ধাওয়ান।

৬ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজ শুরু হওয়ার আগেই টিম ইন্ডিয়ার চার খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন। চার তারকা ক্রিকেটারের রিপোর্ট পজিটিভ এসেছে। যেই খেলোয়াড়দের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে তারা হলেন শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, রুতুরাজ গায়কোয়াড় এবং স্ট্যান্ডবাই নভদীপ সাইনি। খেলোয়াড়দের পাশাপাশি ৩ জন সাপোর্ট স্টাফও করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে এই খেলোয়াড়দের এবং দলের সাপোর্ট স্টাফদের দলের থেকে আলাদা রাখা হয়েছে। তাদেরকে হোম আইসোলেশনে রেখেই পরবর্তী পদক্ষেপ নিচ্ছে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট। বিষয়টি নজরে রেখেছেন তারা। এর মাঝেই বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টিম ইন্ডিয়ার অনুশীলন সেশনও বাতিল করা হয়েছে। এর মাঝেই করোনা পজিটিভ ক্রিকেটেরা শিখর ধাওয়ান আইসোলেশন থেকেই নিজের ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে নিজের ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন শিখর ধাওয়ান।

শিখর ধাওয়ান নিজের ইনস্টাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবির নীচে তিনি নিজের ভক্তদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন। সেই বার্তায় ধাওয়ান লিখেছেন, ‘আপনাদের শুভেচ্ছার জন্য সকলকে ধন্যবাদ জানাই। আমি ভালো আছি এবং আমার দিকে আসা সমস্ত ভালবাসার জন্য আমি বিনীত।’ আসলে ধাওয়ানের কোভিডের খবর শুনে অনেকেই ভয় পেয়েছিলেন। সকলেই ধাওয়ানকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। এমন সময় সকলকে আশ্বস্ত করলেন ভারতীয় দলের ওপেনার। –

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য