স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২২ ডিসেম্বর: প্রতিপক্ষের মাঠে বৃহস্পতিবার রাতে দ্বিতীয়ার্ধের শুরুতে ১০ জনের দলে পরিণত হয় কার্লো আনচেলত্তির দল, লাল কার্ড দেখেন নাচো ফের্নান্দেস। তবে আলাভেস পারেনি সেই সুযোগ কাজে লাগাতে।শেষ দিকে লুকাস ভাসকেসের গোলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রেয়াল।১৮ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল রেয়াল।এতদিন সবার ওপরে ছিল জিরোনা। কিন্তু রেয়াল বেতিসের সঙ্গে এদিনই তারা ১-১ ড্র করায় সুযোগ আসে রেয়াল মাদ্রিদের সামনে, সেটা তারা দারুণভাবে কাজে লাগাল। সমান ৪৫ পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে দুইয়ে নেমে গেছে আসরে চমক জাগানো দলটি।দারুণ ছন্দে ছুটে চলা রেয়াল ম্যাচের ৬৯ সেকেন্ডেই এগিয়ে যেতে পারতো। তবে ব্রাহিম দিয়াসের পাস বক্সে পেয়ে গোলরক্ষক বরাবর কোনাকুনি শট নেন ফেদে ভালভেরদে।এরপর তাদের খেলার গতি কমে যায়। অধিকাংশ সময় বল দখলে রাখলেও আক্রমণে খুব একটা সুবিধা করতে পারছিল না রেয়াল। বিরতির ঠিক আগে দূর থেকে শট নেন ভালভেরদে, পাঞ্চ করে জাল অক্ষত রাখেন আন্তোনিও সিভেরা।অন্যপাশে রেয়াল গোলরক্ষক কেপা আরিসাবালাগার প্রথমার্ধ নির্বিঘ্নেই কেটে যায়; তাকে যে তেমন কোনো পরীক্ষাতেই ফেলতে পারেনি আলাভেস।দ্বিতীয়ার্ধের শুরুতে অনেক বড় থাক্কাটা খায় রেয়াল। আলাভেসের ১৯ বছর বয়সী ফরোয়ার্ড সামু ওমোরোদিওনকে পেছন থেকে ফাউল করে লাল কার্ড দেখেন ডিফেন্ডার নাচো ফের্নান্দেস। প্রথমে হলুদ কার্ড দেখান রেফারি, তবে ভিএআর মনিটরে দেখে সিদ্ধান্ত পাল্টান তিনি।
চোটের ছোবলে রেয়ালের রক্ষণভাগে এমনিতেই করুণ দশা। অনেক আগে থেকেই মূল গোলরক্ষক থিবো কোর্তোয়ার সঙ্গে মাঠের বাইরে ডিফেন্ডার এদের মিলিতাও। গত ম্যাচে হাঁটুর চোটে কয়েক মাসের জন্য ছিটকে গেছেন ডিফেন্ডার ডাভিড আলাবা এবং ঊরুতে চোট পেয়েছেন আরেক ডিফেন্ডার ফেরলঁদ মঁদি।নাচো বহিষ্কার হওয়ায় তাই বাধ্য হয়ে লুকা মদ্রিচকে তুলে নেন কোচ এবং তার জায়গায় নামান অহেলিয়া চুয়ামেনিকে। এই ফরাসি মূলত মিডফিল্ডার হলেও তার কাঁধে পড়ে রক্ষণ সামলানোর দায়িত্ব।এই অর্ধের প্রায় প্রথম আধা ঘণ্টায় কোনো পক্ষই গোলের জন্য তেমন কোনো শট নিতে পারেনি। ৭৫তম মিনিটে ভালো একটি সুযোগ তৈরি করেন রদ্রিগো; কিন্তু তিনিও ডি-বক্সের মধ্যে থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি।অবশেষে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দলকে উদযাপনের উপলক্ষ এনে দেন ভাসকেস। টনি ক্রুসের কর্নারে লাফিয়ে নেওয়া হেডে বল জালে পাঠান এই স্প্যানিয়ার্ড।অনেক কষ্টের পর কাঙ্ক্ষিত জয় মিললেও, শেষটায় রেয়াল শিবিরে ভর করে নতুন আরেক শঙ্কা; চোট পেয়ে দুজনের কাঁধে ভর দিয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন আগের ১১ ম্যাচে ৯ গোল করা রদ্রিগো।