Saturday, January 25, 2025
বাড়িখেলাক্লাব বিশ্বকাপ জয়ের সুযোগ ‘জীবনে একবারই’ আসে, খেলোয়াড়দের বললেন গুয়ার্দিওলা

ক্লাব বিশ্বকাপ জয়ের সুযোগ ‘জীবনে একবারই’ আসে, খেলোয়াড়দের বললেন গুয়ার্দিওলা

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২০ডিসেম্বর: ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে মঙ্গলবার রাতে পুরোপুরি রক্ষণাত্ম কৌশলে মাঠে নামে জাপানের দল উরাওয়া। প্রথমার্ধে গোলের উদ্দেশ্যে ১৩টি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পারে সিটি, কিন্তু পারছিল না জালে বল পাঠাতে। চোটের কারণে আর্লিং হলান্ডের অনুপস্থিতি তখন আরও বেশি বোঝা যাচ্ছিল।তবে, বিরতির ঠিক আগে আত্মঘাতী গোল করে বসেন উরাওয়ার ডিফেন্ডার হেইব্রটেন। এরপর আর ভাবতে হয়নি সিটিকে। দ্বিতীয়ার্ধের শুরুতে অল্প সময়ের মধ্যে মাতেও কোভাচিচ ও বের্নার্দো সিলভা জালে বল পাঠালে ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।আগামী শুক্রবার ফাইনালে কোপা লিবের্তাদোরেস চ্যাম্পিয়ন ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে ইউরোপ চ্যাম্পিয়নরা।

ক্লাব বিশ্বকাপে আসার আগে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ আট ম্যাচে মাত্র তিনটিতে জিতেছিল সিটি। তারপরও আসছে ফাইনালের আগে তাদেরকেই ফেভারিট ভাবা হচ্ছে। তবে, ব্রাজিলিয়ান ক্লাবের বিপক্ষে ‘নিশ্চিত জয়’ ধরে নিলে বিপদ হবে বলে শিষ্যদের সতর্ক করে দিলেন গুয়ার্দিওলা।“আমরা একত্রে ডিনার করব, একটা আবহ তৈরি করব যেন সবাই বুঝতে পারে ক্লাবের জন্য সামনের ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ। যেমনটা আমি বলেছি, এই ফাইনাল খেলতে হলে অবিশ্বাস্য সব কাজ করতে হয়, চ্যাম্পিয়ন্স লিগ জিততে হয়…এই ট্রফির জন্য লড়াইয়ের সুযোগ জীবনে একবারই আসে।”“এখানে থাকতে পারাটা আমাদের জন্য অবিশ্বাস্য ব্যাপার। আমরা এটাকে (জয়) নিশ্চিত ধরে নিচ্ছি না। আমরা জানি, হয়তো এখানে আর কখনও নাও আসতে পারি।””দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে গত মৌসুমে ট্রেবল (চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ) জয়ের কীর্তি গড়ে সিটি। আর এই মৌসুমের শুরুতে তারা ঘরে তোলে উয়েফা সুপার কাপ।

বছরে পঞ্চম শিরোপার লড়াইয়েও গত মৌসুমে দলের সর্বোচ্চ গোলস্কোরার হলান্ডকে পাচ্ছে না ক্লাবটি। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন কেভিন ডে ব্রুইনেকেও পাচ্ছে না তারা।হাঁটুর চোটের কারণে এই মাসের প্রথম সপ্তাহের পর থেকে বাইরে আছেন হলান্ড। আর হ্যামস্ট্রিং চোটে তিন মাস ধরে খেলতে পারছেন না বেলজিয়ান মিডফিল্ডার ডে ব্রুইনে। দুজনই অবশ্য দলের সঙ্গে সৌদি আরবে আছেন, তবে আসছে ফাইনালে তারা যে থাকবেন না, তা এরই মধ্যে ফিফাকে জানিয়ে দিয়েছে সিটি।এই দুজনের বর্তমান অবস্থা সম্পর্কেও একটা ধারণা দিয়েছেন গুয়ার্দিওলা।“কেভিন গতকাল অনুশীলন করেছে এবং আগামীকাল (বুধবার) সে আমাদের সঙ্গে অনুশীলন করবে। তিন মাস ধরে সে বাইরে আছে, তবে সে সেরে উঠছে।”“আর্লিং এখনও অনুশীলন করতে পারছে না। এখন আমরা বিশ্রাম নেব এবং চেষ্টা করব ফ্লুমিনেন্সের বিপক্ষে ভালো পারফর্ম করার।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য