স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২০ডিসেম্বর: আড়াই বছরের চুক্তিতে নুনোকে দায়িত্ব দেওয়ার কথা বুধবার জানায় ফরেস্ট। স্টিভ কুপারের স্থলাভিষিক্ত হলেন উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ও টটেনহ্যাম হটস্পারের সাবেক এই কোচ। দলের বাজে পারফরম্যান্সের কারণে মঙ্গলবার বরখাস্ত করা হয় কুপারকে। তার কোচিংয়ে প্রিমিয়ার লিগে গত ছয় ম্যাচের পাঁচটি হেরে টেবিলে ১৭ নম্বরে নেমে গেছে ফরেস্ট। গত মাসের শুরুর দিকে নুনোকে বরখাস্ত করে সৌদি প্রো লিগের দল আল ইত্তিহাদ। ফরেস্টের দায়িত্বে তার প্রথম ম্যাচ আগামী শনিবার, ঘরের মাঠে প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে।
চার বছর উলভারহ্যাম্পটনের দায়িত্বে ছিলেন নুনো। সাবেক এই গোলকিপারের কোচিংয়ের প্রথম মৌসুমেই ছয় বছরের খরা কাটিয়ে প্রিমিয়ার লিগে ফিরে আসে দলটি। এরপর টানা দুই মৌসুমে সাতে থেকে লিগ শেষ করে তারা। খেলে ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালেও। উলভারহ্যাম্পটন ছেড়ে ২০২১ সালের মাঝামাঝি টটেনহ্যামে যোগ দেন নুনো। তবে দলের বাজে পারফরম্যান্সের কারণে চার মাসের কম সময়ের মধ্যেই বরখাস্ত হন তিনি।গত বছরের জুলাইয়ে নুনো যোগ দেন আল ইত্তিহাদে। তার কোচিংয়ে গত মৌসুমে সৌদি লিগে চ্যাম্পিয়ন হয় জেদ্দার এই ক্লাব। তবে নতুন মৌসুমে দলের বাজে পারফরম্যান্সের জেরে চাকরি হারাতে হয় নুনোকে। এবার তার সামনে কঠিন চ্যালেঞ্জ। বিশেষ করে ফরেস্ট যেখানে ইংল্যান্ডের শীর্ষে লিগে সবশেষ ১৩ ম্যাচের মধ্যে জিতেছে স্রেফ একটি।