মুম্বাই, ২৫ অক্টোবর(হি.স.) : বুধবার (২৫ অক্টোবর) আইসিসি তাদের সাপ্তাহিক র্যাঙ্কিং প্রকাশ করেছে। যেখানে ডি কক, ক্লাসেন ছাড়াও ব্যাটিংয়ে এগিয়েছেন রোহিত শর্মা। আইসিসির সাপ্তাহিক হালনাগাদে তিন ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন ডি কক। আর চার ধাপ এগিয়ে ডি ককের পরের অবস্থানেই রয়েছেন হেনরিখ ক্লাসেন। এই দুই ব্যাটসম্যানের উন্নতি হওয়ায় দুই ধাপ করে নেমে গেছেন ডেভিড ওয়ার্নার ও বিরাট কোহলি।
এদিকে ব্যাটিংয়ে এক ধাপ এগিয়ে রোহিত শর্মা বর্তমান অবস্থান আটে। আর বিশ্বকাপে এখনো জ্বলে উঠতে না পারায় র্যাঙ্কিংয়ে চার ধাপ নেমে গেছেন প্রোটিয়া ব্যাটসম্যান রাসি ভ্যান ডের ডুসেন। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছেন বাবর আজম। বোলারদের র্যাঙ্কিংয়েও শীর্ষস্থান নিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ৬৭০ রেটিং নিয়ে এক নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড। তার চেয়ে মাত্র দুই পয়েন্ট কম নিয়ে আছেন ভারতের মোহাম্মদ সিরাজ।
এই তালিকায় পাঁচ ধাপ এগিয়ে তিন নম্বরে উঠেছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। আফগানিস্তানের মোহাম্মদ নবি চার ধাপ এগিয়ে ছয় ও অস্ট্রেলিয়ার অ্যাডাম জ্যাম্পা চার ধাপ এগিয়ে উঠেছেন সাত নম্বরে। অলরাউন্ডারদের মধ্যে এখনও শীর্ষে সাকিব আল হাসান। সেরা দশে নেই কোনো পরিবর্তন।