Monday, December 4, 2023
বাড়িজাতীয়ভারত-ইংল্যান্ড ম্যাচে কি হার্দিক খেলবেন?

ভারত-ইংল্যান্ড ম্যাচে কি হার্দিক খেলবেন?

মুম্বাই, ২৫ অক্টোবর(হি.স.): বাংলাদেশের বিপক্ষে গোড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। বেঙ্গালুরুর হাসপাতালে তাঁর চিকিৎসা হয়। সেজন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি ভারতীয় দলের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এখন প্রশ্ন আগামী রবিবার কি ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন তিনি?

তবে হার্দিকের চোটের পরিস্থিতি নিয়ে নতুন করে কিছু আপডেট দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। শুধু চোট লাগার পরের দিন ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছিল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি খেলবেন না। সরাসরি লখনউয়ে দলের সঙ্গে যোগ দেবেন। তাছাড়া হার্দিকের পরিবর্ত ক্রিকেটারের জন্য আইসিসির কাছে আবেদন করেনি বিসিসিআই। সুতরাং তা থেকে মনে করা হচ্ছে, হার্দিকের চোট গুরুতর নয়।

হার্দিক খেলতে না পারায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টি পরিবর্তন হয়েছিল ভারতীয় দলে। শার্দূল ঠাকুরের জায়গায় দলে এসেছিলেন সূর্যকুমার যাদব এবং মোহাম্মদ শামি। সূর্যকুমার ব্যাটে রান পাননি। শামি পাঁচ উইকেট নিয়েছেন।সুতরাং শামিকে বাদ দেওয়া কঠিন। তবে ইংল্যান্ড ম্যাচে হার্দিক খেললে নতুন করে চিন্তা করতে হবে রোহিতদের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য