মুম্বই, ২৫ অক্টোবর (হি.স.): বিশ্বকাপে সময়টা শ্রীলঙ্কার মোটেই ভালো যাচ্ছে না। একটার পর একটা ইনজুরিতে পড়ছেন খেলোয়াড়রা। অধিনায়ক দাসুন শানাকার পর এবার কাঁধের ইনজুরিতে দল থেকে ছিটকে গেলেন পেসার মাথিশা পাথিরানা। তার বদলি হিসেবে বিশ্বকাপ স্কোয়াডে নেওয়া হল অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসকে।
গত ১০ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে কাঁধের ইনজুরিতে পড়েছিলেন পেসার পাথিরানা। এরপরই তাকে বিশ্রাম দেওয়া হয় অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের ম্যাচে। কিন্তু অবস্থার কোনও পরিবর্তন না হওয়ায়, স্কোয়াড থেকে বাদ গেলেন পাথিরানা। তার বদলি হিসেবে নেওয়া হল অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার ম্যাথুসকে। বিশ্বকাপের টেকনিক্যাল কমিটির অনুমতিক্রমে স্কোয়াডে এ পরিবর্তন আনে শ্রীলঙ্কা।