Friday, September 13, 2024
বাড়িখেলা‘বিগ ব্রেইন’ মানুষগুলোর সিদ্ধান্ত নিয়ে ফের ক্ষোভ ঝাড়লেন গুয়ার্দিওলা

‘বিগ ব্রেইন’ মানুষগুলোর সিদ্ধান্ত নিয়ে ফের ক্ষোভ ঝাড়লেন গুয়ার্দিওলা

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৭ আগস্ট: ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার কমিউনিটি শিল্ডের লড়াইয়ে টাইব্রেকারে ৪-১ গোলে আর্সেনালের কাছে হেরে যায় সিটি। দুই দলের নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়। কোল পালমারের ৭৭তম মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল সিটি। শিরোপা জয়ের পথেই ছিল তারা, কিন্তু যোগ করা সময়ের ঘুরে যায় ম্যাচের ভাগ্য। নতুন নিয়মে আট মিনিট যোগ করা সময় দেওয়া হয়। এই পর্যায়ে শুরুতে বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে কাইল ওয়াকার ও থমাস পার্টির মাথায় ঠোকাঠুকি হলে দুজনকে চিকিৎসা নিতে হয়। এরপর খেলা শুরু হলে ১০১তম মিনিটে লিয়ান্দ্রো ত্রোসারের গোলে সমতায় ফিরে আর্সেনাল। পরে টাইব্রেকারে জিতে সিটির স্বপ্ন গুঁড়িয়ে শিরোপা উৎসবে মাতে মিকেল আর্তেতার দল। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় অপচয় হওয়া সময়ের সঙ্গে সামঞ্জস্য আনতে যোগ করা সময় বাড়ানোর বিষয় নিয়ে ম্যাচের আগেও ক্ষোভ ঝেড়েছিলেন গুয়ার্দিওলা। ম্যাচের পরেও ‘ক্ষুরধার’ বলে নীতি নির্ধারকদের খোঁচা দিলেন তিনি। 

“এই প্রশ্নটা জিনিয়াস লোকদের জন্য, যারা এইসব সিদ্ধান্ত নিয়েছে। মৌসুমে অনেক ম্যাচ এবং প্রতি ম্যাচে আপনি যদি আট বা ১০ মিনিট যোগ করেন, তাহলে এটা একটা…কিন্তু শুনুন, তারা কখনই আমাদের, ফুটবল বিশ্বের মানুষের, ম্যানেজারদের বা খেলোয়াড়দের পরামর্শ নেয়নি।” ফুটবলের আইন প্রণয়কারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) বছরের শুরুতে ঘোষণা করেছিল, দুই দলের জন্য ম্যাচে অপচয় হওয়া সময়ের ‘ন্যয্য পরিস্থিতি’ আনতে চায় তারা। ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপের শুরুর কয়েক রাউন্ডেও এমন ‘ইনজুরি টাইম’ দেওয়া হয়েছে। ঠাসা সূচি এবং ইনজুরি টাইমের বৃদ্ধি নিয়ে এর আগেই গুয়ার্দিওলা বলেছিলেন, এতে করে কোনো সমাধান আসবে না। বরং শঙ্কা প্রকাশ করেন, এই সিদ্ধান্ত আরও ক্লান্ত করবে খেলোয়াড়দের। 

আরেক নতুন নিয়মের খড়গও ওয়েম্বলিতে পড়ে আর্সেনাল কোচ আর্তেতার ওপর। এই নিয়মে কোনো ম্যানেজার বা কোচ কোনো ম্যাচ অফিসিয়ালের ‘মুখোমুখি হওয়া, তার পথ আগলানো বা কোনো শারীরিক সংস্পর্শে’ আসতে পারবেন না। খেলা পুনরায় শুরুর ক্ষেত্রে খেলোয়াড়রা বিলম্ব করলে কিংবা প্রয়োজনীয় দুরত্বের বাইরে ফ্রি-কিক নিলে হলুদ কার্ড দেওয়া হবে। ওয়েম্বলির ম্যাচে আর্সেনালের পার্টি এবং সিটির হুলিয়ান আলভারেসকে হলুদ কার্ড দেওয়া হয় ফ্রি কিকের বাঁশি বাজানোর পর বলে কিক নেওয়ায়। আর্তেতা হলুদ কার্ড পান সিটির রদ্রিকে কার্ড দেখানোর ভঙ্গি বা আবেদন করে। এখন এই সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ‘অনুশীলন’ করতে হবে বলে বিবিসি রেডিও ফাইভের লাইভে বলেছেন আর্সেনাল কোচ। “দ্রুত অভ্যাস পরিবর্তন করা খুবই কঠিন, কিন্তু তারা আমাদের কাছে সেটাই চাইছে। আমাদের এটার জন্য প্রশিক্ষণ নিতে হবে এবং প্রস্তুত হতে হবে। কেননা, যদি এটা না করতে পারি, তাহলে খুব শিগগিরই আমাদের ১১ জন খেলোয়াড় এবং টাচলাইনে এক জন ম্যানেজার ছাড়াই খেলতে হবে।”

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য