Wednesday, January 15, 2025
বাড়িবিশ্ব সংবাদআলাস্কার কাছে চীন-রাশিয়ার নৌ টহলের পর যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মোতায়েন

আলাস্কার কাছে চীন-রাশিয়ার নৌ টহলের পর যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মোতায়েন

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৭ আগস্ট: যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূলের কাছে চীন ও রাশিয়ার নৌবাহিনীর যৌথ টহলের পর সেখানে চারটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সংবাদমাধ্যমটি বলছে, আলাস্কার অ্যালুশন দ্বীপপুঞ্জের কাছে রাশিয়া ও চীনের অন্তত ১১টি জাহাজ টহল দেয়। তবে সেগুলো যুক্তরাষ্ট্রের জলসীমায় প্রবেশ করেনি। ওই জাহাজগুলোর ওপর নজর রাখছিল যুক্তরাষ্ট্রের চারটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ এবং সাবমেরিনবিধ্বংসী যুদ্ধবিমান পি-৮ পোসাইডন।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডের পক্ষ থেকে ওয়াল স্ট্রিট জার্নালকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। কমান্ড বলেছে, ‘যুক্তরাষ্ট্র ও কানাডার প্রতিরক্ষার বিষয়টি নিশ্চিত করার জন্য আমাদের বাহিনীর আকাশ ও নৌযানগুলো অভিযান পরিচালনা করেছে। তবে রুশ ও চীনা নৌযানগুলো আন্তর্জাতিক জলসীমায় ছিল এবং কোনো হুমকি হয়ে দাঁড়ায়নি।’এ নিয়ে আলাস্কার সিনেটর ড্যান সুলিভান ও লিসা মুরকোউস্কি এক বিবৃতিতে জানিয়েছেন, তাঁরা কয়েক দিন ধরে সামরিক বাহিনীর আলাস্কা কমান্ডের নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছেন। অঙ্গরাজ্যের কাছে বিদেশি নৌযানগুলো সম্পর্কে তাঁদের কাছ থেকে বিস্তারিত খবরাখবর নিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ওয়াশিংটনে চীনা দূতাবাসের মূখপাত্র লিউ পেনগিউ বলেছেন, চীন ও রাশিয়ার সামরিক বাহিনীর মধ্যে বার্ষিক সহযোগিতা পরিকল্পনা অনুযায়ী দুই দেশের নৌবাহিনীর জাহাজ পশ্চিম ও উত্তর প্রশান্ত মহাসাগরের সংশ্লিষ্ট জলসীমায় যৌথ টহল দিয়েছে। কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে এই টহল দেওয়া হয়নি। আর চলমান আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতা নেই।তবে গবেষণাপ্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশনের গবেষক ও মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ব্রেন্ট স্যাডলার বলেন, ইউক্রেন যুদ্ধ ও তাইওয়ান ঘিরে উত্তেজনার মধ্যে চীন ও রাশিয়ার এই পদক্ষেপ খুবই উসকানিমূলক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য