Wednesday, January 15, 2025
বাড়িখেলাকমিউনিটি শিল্ড জিতে আরও শিরোপায় নজর আর্তেতার

কমিউনিটি শিল্ড জিতে আরও শিরোপায় নজর আর্তেতার

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৭ আগস্ট: ২০২৩-২৪ মৌসুমে ইংলিশ ফুটবলের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে গত রোববার মুখোমুখি হয় আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ গোলে সমতার পর টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জিতে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন হয় আর্তেতার দল।গত মৌসুমে লিগ শিরোপার লড়াইও বলতে গেলে ছিল এই দুই দলের মধ্যেই। গত এপ্রিল পর্যন্ত ভালোভাবে এগিয়ে থাকলেও শেষের দিকে পথ হারায় আর্সেনাল। সেই সুযোগে অসাধারণ ধারাবাহিকতা দেখিয়ে কয়েক রাউন্ড বাকি থাকতেই শিরোপা জিতে নেয় সিটি। এবার প্রথম দেখায় শেষ হাসি হাসল লন্ডনের ক্লাবটি।এই জয় ২০২৩-২৪ মৌসুমে আর্সেনালের লিগ জয়ের প্রত্যাশা বাড়িয়ে দেবে কিনা, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তরে আর্তেতা বলেন, “আমি জানি না।”

সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার বলেছেন, ক্লাবকে সাফল্য এনে দিতে সামর্থ্যের সবটুকু ঢেলে দেবেন তারা।“আমি যত তাড়াতাড়ি সম্ভব (কমিউনিটি শিল্ডের) ট্রফিটি উঁচিয়ে ধরতে চেয়েছিলাম। এখন আমরা পরবর্তী চ্যালেঞ্জ নিয়ে ভাবতে পারি। এটাই ফুটবল-আপনি আজ হয়তো একটি শিরোপা জিতলেন, কিন্তু আগামীকালই আপনাকে অনুশীলন করতে হবে।”“এজন্যই আমরা এখানে আছি- এই ফুটবল ক্লাবটির জন্য শিরোপা জিততে এবং সাফল্য এনে দিতে।”আর্সেনালের পরবর্তী ম্যাচ ইংল্যান্ডের শীর্ষ লিগে, আগামী শনিবার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য