Thursday, January 16, 2025
বাড়িখেলা'রাইসের জন্য অতিরিক্ত অর্থ গুনেছে আর্সেনাল'

‘রাইসের জন্য অতিরিক্ত অর্থ গুনেছে আর্সেনাল’

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৭ আগস্ট: চলতি গ্রীষ্মের দলবদলে আর্সেনালে যোগ দেন ২৪ বছর বয়সী রাইস। গণমাধ্যমের খবর অনুযায়ী, তাকে দলে টানতে প্রাথমিকভাবে লন্ডনের দলটির খরচ ১০ কোটি পাউন্ড। বিভিন্ন শর্তে আরও ৫০ লাখ পাউন্ড যোগ হতে পারে। ব্রিটেনের দুটি ক্লাবের মধ্যে এটাই ট্রান্সফার ফির রেকর্ড। আর্সেনালের ইতিহাসেও সবচেয়ে দামি খেলোয়াড় এখন রাইস।অনেকটা সময় পর্যন্ত রাইসকে পাওয়ার লড়াইয়ে ছিল ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিও। তবে ট্রান্সফার ফি নাগালের বাইরে চলে যাওয়াতেই নাকি তারা আর এগোয়নি বলেই খবরে এসেছিল।সিনিয়র পর্যায়ে ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করার আগে আয়ারল্যান্ডের বয়সভিত্তিক ও জাতীয় দলের হয়ে খেলেছিলেন রাইস। আইরিশদের সিনিয়র দলে তার খেলা তিনটি ম্যাচের সময় সেখানে সহকারী কোচ ছিলেন কিন। কাছ থেকে দেখার অভিজ্ঞতায় খেলোয়াড় হিসেবে রাইসের সামর্থ‍্যের ব্যাপারে ভালোভাবেই অবগত কিন।

আর্সেনালের হয়ে গত রোববার কমিউনিটি শিল্ড ম্যাচ দিয়ে অভিষেক হয় রাইসের। সিটিকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জেতে তার দল। এই ম্যাচের আগে আইটিভিওয়ান-কে দেওয়া এক সাক্ষাৎকারে কিন বলেন, নতুন ক্লাবে ভালো করবেন রাইস।“সে যদি আরেকটু ওপরের দিকে খেলতে পারে, তাহলে আমার বিশ্বাস সে আরও গোল করতে পারবে। অবশ্যই শারীরিকভাবে তার সেই সামর্থ‍্য রয়েছে।”“তারা (আর্সেনাল) স্পষ্টতই তার (রাইস) জন্য অনেক বেশি অর্থ প্রদান করেছে। কোনোভাবেই তার মূল্য ১০ কোটি পাউন্ডের বেশি হতে পারে না, তবে সত্যিই সে একজন ভালো খেলোয়াড়।”গত মৌসুমে ওয়েস্ট হ্যামের উয়েফা কনফারেন্স লিগ জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন রাইস। প্রতিযোগিতাটির মৌসুম সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য