স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৪ জুন: ভারতের অনুষ্ঠেয় বিশ্বকাপ শুরু হতে সময় আছে এখনও সাড়ে তিন মাস। তবে ব্রেসওয়েলের চোট এতটাই গুরুতর যে, এখনই নিশ্চিত হয়ে গেছে তার না খেলা। শুধু বিশ্বকাপ নয়, তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সামনেও পড়ে গেছে এখন প্রশ্নবোধক চিহ্ন। পায়ের এই চোটের কারণে ৬ থেকে ৮ মাস মাঠের বাইরে থাকতে হবে ৩২ বছর বয়সী অলরাউন্ডারকে।ব্রেসওয়েল এই চোটে পড়েছেন গত শুক্রবার ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের ম্যাচে। উস্টারশায়ারের হয়ে ইয়র্কশায়ারের বিপক্ষে সেদিন হেডিংলিতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে ইনিংস শুরু করতে নামেন। ১১ রানের সময় মাঝ উইকেটে পড়ে যান তিনি পায়ে হাত দিয়ে। তার চোখে-মুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। তখনই মাঠ ছাড়েন তিনি।
তার সেই পায়ে অস্ত্রোপচার হবে বৃহস্পতিবার। এরপর সপ্তাহ দুয়েক অন্তত থাককে হবে ইংল্যান্ডেই। এরপর দেশে ফিরতে পারবেন তিনি। পরে শুরু হবে পুনবার্সন।গত বছরের মার্চে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক তার। এরপর জুনে খেলতে নামেন টেস্টে, জুলাইয়ে টি-টোয়েন্টিতে। এখনও পর্যন্ত ৮ টেস্ট, ১৯ ওয়ানডে ও ১৬ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডেতেই আয়ারল্যান্ডের বিপক্ষে ৭ ছক্কায় ৮২ বলে ১২৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। গত জানুয়ারিতে ভারতের বিপক্ষে হায়দরাবাদে সাতে নেমে ১০ ছক্কায় খেলেন ৭৮ বলে ১৪০ রানের বিস্ফোরক ইনিংস।
দুর্দান্ত পারফরম্যান্সের জন্য নিউ জিল্যান্ডের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের স্বীকৃতিও পান তিনি গত মার্চে। উইকেট-কন্ডিশনের কারণে ভারতের বিশ্বকাপেও তার ভূমিকা হওয়ার কথা ছিল গুরুত্বপূর্ণ।এমন একজন ক্রিকেটারকে হারিয়ে হতাশ নিউ জিল্যান্ড কোচ গ্যারি স্টেড। তিনি বললেন ব্রেসওয়েলের হতাশার কথাও।“প্রথমত, চোটে পড়লে ওই ক্রিকেটারের বেদনা আমরা অনুভব করতে পারি, বিশেষ করে যখন এরকম বৈশ্বিক আসর মিস করতে হয়। মাইকেল (ব্রেসওয়েল) দুর্দান্ত একজন টিমম্যান এবং আন্তর্জাতিক অভিষেকের পর থেকে গত মাসে সব সংস্করণে দারুণ খেলেছে। খেলার তিনটি বিভাগেই তার অসাধারণ স্কিল আমরা দেখেছি এবং ভারতে বিশ্বকাপের জন্য আমাদের গুরুত্বপূর্ণ এক সদস্য হয়ে উঠছিল সে।”“স্বাভাবিকভাবেই সে খুবই হতাশ। তবে চোট যে খেলাটিরই অংশ, সেটিও সে বোঝে এবং তার মনোযোগ এখন পুনবার্সনে।”