স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৪ জুন: ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালের আগেই মেসি ঘোষণা দিয়ে দেন, পরের বিশ্বকাপে আর নয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে এখন এখন চীনে আছে আর্জেন্টিনা দল। সেখানেই চাইনিজ একটি টেলিভিশনের সঙ্গে আলাপে ৩৫ বছর বয়সী মেসি বললেন, আগের সিদ্ধান্তে এখনও অটল আছেন তিনি।”আগেই যেমনটা বলেছি, আমি মনে করি না পরের বিশ্বকাপে খেলব। জানি না ভবিষ্যতে কী হবে, তবে আমি এই বিষয়ে আমার মন পরিবর্তন করিনি। আমি বিশ্বকাপ দেখতে যেতে চাই, কিন্তু খেলব না।”
“অনেক দিনের অধরা বিশ্বকাপ জয়ের পর আমি খুশি এবং আমার আমার ক্যারিয়ারের জন্য আমি কৃতজ্ঞ। আর এটিই আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি, এটিই ছিল আমার শেষ বিশ্বকাপ।”২০২১ সালে নিজের সপ্তম ব্যালন দ’র জেতেন মেসি। বিশ্বকাপ জয়ের পর এই বছরও বর্ষসেরার পুরস্কারটি জয়ের ক্ষেত্রে তাকে এগিয়ে রাখছে অনেকে। তবে এসব পুরস্কার এখন আর অতটা টানে না আর্জেন্টিনা অধিনায়ককে।“জীবনের এই পর্যায়ে এটি আমার কাছে আর গুরুত্বপূর্ণ নয়। আমি সবসময় বলেছি, ব্যক্তিগত পুরস্কার আমার কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়, বরং দলীয় পুরস্কার গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য বিশ্বকাপ। এটিই আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার।”