Tuesday, February 11, 2025
বাড়িখেলাসদর অনূর্ধ্ব-১৪ ক্রিকেট ফাইনালে এনএসআরসিসি বনাম চাম্পামুড়া

সদর অনূর্ধ্ব-১৪ ক্রিকেট ফাইনালে এনএসআরসিসি বনাম চাম্পামুড়া

ক্রীড়া প্রতিনিধি ।। সুপার সিক্সে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলে নিয়েছে। ফলাফলের ভিত্তিতে এটা নিশ্চিত, টুর্নামেন্টের ফাইনালে এনএসআরসিসি ও চাম্পামুড়া কোচিং সেন্টার পরস্পরের মুখোমুখি হচ্ছে। খেতাবি লড়াই হবে আগামী ৭ জানুয়ারি এমবিবি স্টেডিয়ামে।

 সুপার সিক্সের একটি করে ম্যাচ বাকি থাকতেই ফাইনালের লাইনআপ নিশ্চিত হয়েছে। এদিকে, নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত ম্যাচে বুধবার এনএসআরসিসি সাত উইকেটের ব্যবধানে ক্রিকেটানুরাগীকে পরাজিত করেছে। কুয়াশাতে খেলা দেরির শুরু হলে ওভার সংখ্যা কমিয়ে ৩৯ করা হয়েছিল। টস জিতে ক্রিকেট অনুরাগী প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু ব্যাটিং ব্যর্থতার দায়ে ৬৬ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। আরসিসি-র সুরজিৎ দেববর্মা ১৬ রানে তিনটি উইকেট দখল করে ম্যাচের সেরার স্বীকৃতি পায়। জবাবে ব্যাট করতে নেমে এনএসআরসিসি ১৮.৩ ওভার খেলে তিন উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। নেপকো মাঠে অনুষ্ঠিত অপর খেলায় চাম্পামুড়া কোচিং সেন্টার ৫৯ রানে মডার্ন ক্রিকেট একাডেমিকে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। ম্যাচ শুরুতে কিছুটা দেরি হওয়ায় এখানেও ২ ওভার ওভার কমিয়ে আনা হয়েছিল।

 টস জিতে চাম্পামুড়া প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়এবং সীমিত ৩৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাগর সূত্রধর সর্বাধিক ৫৩ রান পায়। জবাবে ব্যাট করতে নেমে মডার্ন ক্রিকেট অ্যাক্যাডেমি ১৬৭ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে দ্বীপ দে সর্বাধিক ৫৪ রান সংগ্রহ করলেও শেষ রক্ষা করতে পারেনি। চাম্পামুড়ার বোলার অভিজিৎ শংকর দাস (২/১৬) ম্যাচের সেরার পুরস্কার পেয়েছে। এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের অপর খেলায় এডি নগর প্লে সেন্টার ৫৬ রানের ব্যবধানে জিবি প্লে সেন্টারকে পরাজিত করেছে। সুপার সিক্সে এডি নগর প্লে সেন্টারের এটি দ্বিতীয় জয় হলেও এনএসআরসিসি এবং চাম্পামুড়া যথেষ্ট এগিয়ে যাওয়ায় তাদের আর ফাইনালে খেলার সুযোগ নেই। দিনের ম্যাচে টস জিতে এডি নগর প্লে সেন্টার প্রথমে ব্যাটের সিদ্ধান্ত নিয়ে সীমিত ৪০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সৌরভ সরকার সর্বাধিক ৩৭ রান পায়। জবাবে জিবি প্লে সেন্টারের ছেলেরা মাঠে নামলে এডি নগরের সোমরাজ দে-র বিধ্বংসী বোলিংয়ের দাপটে ৯৫ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। সোমরাজ ৮ রানের বিনিময়ে একাই পাঁচটি উইকেট তুলে নিয়ে দলকে জয়ী করার পাশাপাশি ম্যান অব দ্যা ম্যাচের স্বীকৃতিও পায়। আজ তিন মাঠে সুপার সিক্সের শেষ তিনটি ম্যাচ হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য