জোহানেসবার্গ, ৩ জানুয়ারি (হি.স) : জোহানেসবার্গ টেস্টে ভারতের শুরুটা ভাল হল না। প্রথম দিনে ৬৩ ওভার ব্যাটিং করে ভারত তুলেছে মাত্র ২০২ রান। লড়াইয়ে টিকে থাকতে গেলে দলের বোলারদের দুরন্ত কিছু করতে হবে।
বিরাট কোহলির অবর্তমানে কেএল রাহুল টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। জো বার্গের বাউন্সি ও গতিসম্পন্ন পিচে শুরুটা ভাল করেছিল দল। দলের নেতা রাহুলের ধারাবাহিকতা বজায় থাকল এবারও। তিনি হাফসেঞ্চুরি পূর্ণ করে জানসেনের বলে রাবাদার হাতে ক্যাচ দিয়ে ফেরেন। লোকেশের ৫০ রান এসেছে ১৩৩ বলে, তার মধ্যে নয়টি চার রয়েছে।
ভারতীয় দলের ব্যাটিংকে ভয় পাইয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার তিন পেসার। রাবাদার পাশে জানসেন ও অলিভারও ভয়ঙ্কর বোলিং করে বিপক্ষের নাভিশ্বাস উঠিয়ে দিয়েছেন। রাবাদা ও অলিভার পান তিনটি করে উইকেট, আর বাঁহাতি মিডিয়াম পেসার জানসেন পান চার উইকেট ৩১ রানের বিনিময়ে।
রাহুল ছাড়া বাকিদের মধ্যে রান পেয়েছেন অশ্বিন (৫০ বলে ৪৬) ও অন্য ওপেনার মায়াঙ্ক আগরওয়াল (২৬)। ঋষভের ১৭ ও বুমরার ১৪ রান স্কোরকে কিছুটা বাড়িয়েছে। উল্লেখযোগ্যভাবে ফের ব্যর্থ হয়েছেন দলের দুই সিনিয়র ব্যাটসম্যান অজিঙ্ক্যা রাহানে (০) ও চেতেশ্বর পূজারা (৩)। দুই ব্যাটসম্যানই পরের টেস্টে দলে থাকবেন কিনা প্রশ্ন উঠছে।