Friday, October 18, 2024
বাড়িখেলাজোহানেসবার্গ টেস্টের আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট কাটা নিয়ে হতাশা প্রকাশ দ্রাবিড়ের

জোহানেসবার্গ টেস্টের আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট কাটা নিয়ে হতাশা প্রকাশ দ্রাবিড়ের

জোহানেসবার্গ, ৩ জানুয়ারি (হি.স.) : স্লো ওভাররেটের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের পয়েন্ট কাটা যাওয়া নিয়ে মুখ খুললেন জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় । জোহানেসবার্গে দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় বলেছেন, ‘আমাদের সত্যিই এই বিষয়টার দিকে নজর দেওয়া উচিত।

আমরা চেষ্টা করছি, যাতে ওভার শর্ট না হয়। কিন্তু ৪ পেসার নিয়ে খেললে কখনও কখনও নির্দিষ্ট সময়ের মধ্যে সব ওভার শেষ করা সম্ভব হয় না। আমাদের এটার সঙ্গে মানিয়ে নিতে হবে। এক একটা পয়েন্ট নষ্ট হওয়া মানে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল থেকে পিছিয়ে যাওয়া।’তিনি আরও বলেছেন, ‘এটা নিয়ে অবশ্য আমার কোনও নির্দিষ্ট সমস্যা নেই। কারণ এটা আইসিসি-র নিয়ম। আসলে গতবারও আমাদের কিছু চোট সমস্যা ছিল। অবশ্যই আমাদের কিছু সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু কখনও কখনও জসপ্রীত বুমরাহর চোটের জন্য কত মিনিট সময় নষ্ট হচ্ছে, সেটা নির্ধারণ করা কঠিন। এবং ফিজিওদের মাঠে যেতে হবে, প্লেয়ারের চোট দেখে শুশ্রুষা করতে অনেক সময় ব্যয় হয়। এ ছাড়াও আরও কয়েকটি সমস্যা রয়েছে। তবে কিছু ছোট ছোট এড়িয়া রয়েছে, যেগুলো হয়তো আমরা একটু ভালো করতে পারি।’

স্লো ওভাররেটের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট কাটা যাওয়ার পর প্লেয়ারদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। কারণ তিনি মনে করেন, এ ভাবে পয়েন্ট কাটা গেলে যে কোনও দলের ক্ষেত্রেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোটা ব্যয়বহুল হয়ে যেতে পারে।প্রসঙ্গত, স্লো ওভাররেটের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই নিয়ে ২ বার ভারতের পয়েন্ট কাটা গেল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১ পয়েন্ট কাটা যাওয়ার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ২ পয়েন্ট কাটা যায় বিরাট কোহলিদের। এদিকে, সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেন টেস্টে আট ওভার কম থাকার জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের থেকে ইংল্যান্ডের ৮ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।–

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য