Monday, February 10, 2025
বাড়িখেলাকোভিড অতিমারির জেরে দেড় মাস পিছিয়ে গেল আই লিগ

কোভিড অতিমারির জেরে দেড় মাস পিছিয়ে গেল আই লিগ

নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স) : গোটা দেশে কোভিড পরিস্থিতিতে আগামী ৬ সপ্তাহের জন্য আই-লিগ স্থগিত করার সিদ্ধান্ত নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন লিগ কমিটি। সোমবার স্পষ্ট জানিয়ে দিয়েছে, গত সপ্তাহে কলকাতার জৈব সুরক্ষা বলয়ে কোভিড ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে একটা রাউন্ড পিছিয়ে দেওয়া হয়েছিল। গত ২৬ ডিসেম্বর এই টুর্নামেন্ট শুরু হয়েছিল।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের একটি বিবৃতিতে একথা বলা হয়েছে যে চার সপ্তাহ পরে আরও একটি রিভিউ মিটিং করা হবে। তারপরই লিগের পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের স্পোর্টস মেডিক্যাল কমিটির সদস্য হর্ষ মহাজন ক্লাবগুলোকে এই ব্যাপারে ইতিমধ্যেই অবগত করে দিয়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন গোটা দেশে কার্যত লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আরও নতুন নতুন কোভিড বিধি এবং নিষেধ আরোপ করেছে রাজ্য সরকার। নীতি অনুসারে ফেডারেশন কখনই কোনও ফুটবলার কিংবা আধিকারিকের শারীরিক অসুস্থতা এবং সুরক্ষার ব্যাপারে ঝুঁকি নেয়নি। আর সেই কথাটা মাথায় রেখেই ২০২১-২২ মরশুমের আই লিগ কমপক্ষে ৬ সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়টি টুর্নামেন্টের সঙ্গে যুক্ত প্রত্যেকটা ক্লাবকে জানিয়ে দেওয়া হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য