ক্রীড়া প্রতিনিধি ।।প্রথমবার নাম নথিভুক্ত করে মাঠে নেমেই চ্যাম্পিয়ন। এগিয়ে চলো সংঘের খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের অদম্য প্রয়াসের সুফল মিলেছে। টিসিএ আয়োজিত মহিলা টি-টোয়েন্টি ক্রিকেটের আসরে এগিয়ে চলো সংঘ খেতাব ছিনিয়ে নেয়।
সোমবার এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ চাম্পামুড়া কোচিং সেন্টারকে ৮ উইকেটের ব্যবধানে পরাজিত করে এগিয়ে চলো। বেলা ১১টায় ম্যাচের শুরুতে চাম্পামুড়া কোচিং সেন্টার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সীমিত কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে তারা মাত্র ৮৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে নিকিতা দেবনাথ সর্বোচ্চ ৩৬ রান পায়। এগিয়ে চলোর অন্নপূর্ণা দাস ৯ রানে ২ উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে এগিয়ে চলো ১৭.৪ ওভার খেলে ২ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে মৌচৈতি দেবনাথ ৪২ বল খেলে ৭টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ৪৮ রান সংগ্রহ করে দলকে জয় এনে দেয়। এছাড়া, অম্বিকা দেবনাথের ২৯ রানও ছিল উল্লেখ করার মতো। দুর্দান্ত ব্যাটিং এর স্বীকৃতিস্বরূপ মৌচৈতি দেবনাথকে ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। মাঠে এদিন খেলার সাথে বিনোদনের ব্যবস্থা ছিল। গানের তালে নাচতেও দেখা গেছে। এতে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।